<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করে পার্বত্য চট্টগ্রামে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। গতকাল মঙ্গলবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদের কমিউনিটি সেন্টারে এক সম্প্রীতি সমাবেশে এ কথা বলেন তিনি। সম্প্রতি খাগড়াছড়ির দীঘিনালায় ঘটে যাওয়া সাম্প্রদায়িক সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান উপদেষ্টা। সুপ্রদীপ চাকমা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সহনশীল হওয়ার আহবান জানিয়ে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকারের কাছে পাহাড়ি-বাঙালি বলতে আলাদা কিছু নেই। রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাওয়ার সবার সমান অধিকার। আমরা সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে সবাই বেঁচে থাকার এবং ধর্ম পালনের অধিকার আছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>