<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জেলেদের দাদন ব্যবস্থা বন্ধ করতেই হবে। দাদনের কারণে জেলেরা মাথা তুলে দাঁড়াতে পারছেন না। আমরা এরই মধ্যে জেলেদের দাবির পরিপ্রেক্ষিতে সরকারকে এ বিষয়গুলো বলা শুরু করেছি। জেলেদের যদি একেবারে সুদমুক্ত ঋণ দিতে নাও পারি, স্বল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল ভোলার শিবপুর ভোলার খাল এলাকায় এক সচেতনতাসভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের নিয়ে এ সভা করা হয়। ভারত ও মায়ানমারের জেলেরা বাংলাদেশের সীমানায় এসে মাছ শিকারের বিষয়ে উপদেষ্টা বলেন, ভারত ও মায়ানমারের জেলেদের বাংলাদেশের জলসিমায় মাছ ধরার কোনো অধিকার নেই। তাঁরা এটা করতে পারেন না। তাই কোস্ট গার্ড ও নৌবাহিনীকে ওই জেলেদেরও ধরে এখান থেকে বিতাড়িত করতে হবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>