<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুর মেডিক্যাল কলেজে নিয়োগকৃত নতুন অধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বৈষ্যমবিরোধী চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মচারীরা। গতকাল বুধবার সকালে কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। ২৪ ঘণ্টার মধ্যে অধ্যক্ষের পদায়ন বাতিল করা না হলে আজ (বৃহস্পতিবার)  থেকে শক্ত আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। কলেজের প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম মণ্ডল, একই বিভাগের সহযোগী অধ্যাপক আদিলুর জামানসহ সাধারণ শিক্ষার্থী।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আন্দোলনকারীরা অভিযোগ করেন, অধ্যক্ষ মাহফুজার রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের ময়নাতদন্ত রিপোর্ট বিকৃতির অপচেষ্টাকারী স্বৈরাচারের দোসর ও সুবিধাভোগী ক্যাম্পাসে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পৃষ্ঠপোষক। মাহফুজার রহমানের এই কলেজে ঠাঁই নেই বলে অধ্যক্ষের বসার রুম বন্ধ করে দেন আন্দোলনকারীরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উল্লেখ্য, গত মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আদেশে রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ শাহ মো. সরওয়ার জাহানকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে একই কলেজের উপাধ্যক্ষ মাহফুজার রহমানকে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়।</span></span></span></span></span></p>