<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুর মেডিক্যাল কলেজের নতুন নিয়োগ পাওয়া অধ্যক্ষ ডা. মাহফুজার রহমানকে অপসারণের দাবিতে বিক্ষোভ ও হাসপাতালের আউটডোরে চিকিৎসা না দেওয়ার কর্মসূচি পালন করেছেন চিকিৎসকরা। গতকাল রবিবার কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করেন তাঁরা। দাবি মানা না হলে আগামী বুধবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে যাবেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অধ্যক্ষ ডা. মাহফুজার রহমানের বিরুদ্ধে অভিযোগ, তিনি আওয়ামী লীগ সরকারের আমলে রংপুর মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ পদে টানা পাঁচ বছর এবং মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে চার বছর দায়িত্বে ছিলেন। তাঁর কক্ষে ছাত্রলীগ নেতাদের অবাধ যাতায়াত ছিল, যা নিয়ে অন্য চিকিৎসকরা আপত্তি জানালেও তিনি কানে তোলেননি। একই সঙ্গে ছাত্রলীগের পৃষ্ঠপোষকতা, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বাধা দিয়ে প্রভাব বিস্তার এবং পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের ময়নাতদন্তের রিপোর্ট বদলে দেওয়ার চেষ্টা করার মতো গুরুতর অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে।</span></span></span></span></p> <p> </p>