<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজশাহীর তানোর থেকে এক হাজার ৫০৭ লিটার চোলাই মদসহ তিন ভাইকে আটক করেছে র‌্যাব। গতকাল সকালে উপজেলার কচুয়া কাজিপাড়া এলাকায় অভিযানে তাঁদের আটক করা হয়। দুপুরে র‌্যাব-৫-এর কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। আটককৃতরা হলেন তানোর উপজেলার কচুয়া কাজিপাড়ার শান্ত সিং, মিঠুন সিং এবং মিন্টু সিং। র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল গতকাল সকালে কচুয়া কাজিপাড়ায় অভিযান চালিয়ে এক হাজার ৩৭ লিটার চোলাই মদসহ শান্ত সিংকে আটক করে। পরে একই এলাকা থেকে ৪৭০ লিটার চোলাই মদসহ আসামি মিঠুন সিং ও মিন্টু সিংকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজন জানান, দীর্ঘদিন ধরে তাঁরা অভিনব কায়দায় চোলাই মদ অবৈধভাবে উৎপাদন করে তানোরসহ আশপাশের মাদকসেবীদের কাছে বিক্রি করতেন।</span></span></span></span></p>