<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">দূষণ মোকাবেলায় বসুন্ধরা শুভসংঘ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে উঠান বৈঠকের আয়োজন করেছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এদিকে সারা দেশে বসুন্ধরা শুভসংঘের ২০টি স্কুল আছে। এর মধ্যে নীলফামারীর জলঢাকায় ৫ নম্বর ক্যাম্পাস হচ্ছে উপজেলার গোলমুণ্ডা ইউনিয়নের চারআনি গ্রামে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">—</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"><img alt="বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নৃগোষ্ঠীর সচেতনতা তৈরির লক্ষ্যে উঠান বৈঠক" height="61" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/10-11-2024/DS---11----10-11--24-14.jpg" style="float:right" width="450" />বীরগঞ্জ (দিনাজপুর) : পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক ও পলিথিন আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারের একটি বড় অংশ। শহর, বন্দর, গ্রামে পরিবেশবান্ধব ব্যাগের ব্যবহার কমে যাওয়ায় পলিথিনের ওপর নির্ভরতা যেভাবে দিন দিন বাড়ছে, যার প্রভাব জীববৈচিত্র্যের জন্যও হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এই দূষণ মোকাবেলায় বসুন্ধরা শুভসংঘ বীরগঞ্জ উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে। গতকাল শনিবার সকালে পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের মাকড়াই গ্রামে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে শুভসংঘের সদস্যরা প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন এবং এর বিকল্প ব্যবহারের প্রয়োজনীতার ওপর জোর দেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠ বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি সোহেল আহমেদ, সভাপতি ফরহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও তানভীর হোসেন, মাসুদ রানা প্রমুখ ।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">জলঢাকা (নীলফামারী) : এমনও সময় ছিল বাচ্চারা মায়ের আঁচল ছাড়তেই চাইত না। স্কুলের কথা বললে কান্না জুড়ে দিত। আর স্কুলে এলে তার সঙ্গেই থাকতে হতো। এখন আর তারা আঁচল ধরে থাকে না। সময় হলে নিজে নিজে স্কুলে আসে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কথাগুলো বলছিলেন নীলফামারীর জলঢাকা বসুন্ধরা শুভসংঘ স্কুলের অভিভাবক বিউটি বেগম ও শীলা রানী। তাঁরা আরো বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রায় দুর্গম এলাকায় এমন একটি প্রতিষ্ঠান হবে আমরা কখনো ভাবিনি। আমরা শুনেছি সারা দেশে বসুন্ধরা শুভসংঘের ২০টি স্কুল আছে। তার মধ্যে আমাদের ৫ নম্বর ক্যাম্পাস হচ্ছে উপজেলার গোলমুণ্ডা ইউনিয়নের চারআনি গ্রামে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী আবু রায়হান, মরিয়ম বেগম ও স্রোতী রানী জানায়, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমরা বসুন্ধরা শুভসংঘ স্কুল ৫ নম্বর ক্যাম্পাসের শিক্ষার্থী। আপারা যেসব পড়া আন্তরিকতার সঙ্গে আমাদের শেখান তা আমরা মনোযোগ দিয়ে শুনি। এতে ক্লাসের পড়া আমাদের ক্লাসেই হয়ে যায়। কারো কাছে প্রাইভেট পড়তে হয় না। এখানে শৃঙ্খলা আছে। তাই আমরা অনেকেই ক্লাস শুরু হওয়ার আগেই স্কুলে উপস্থিত হই। আর আমাদের এখানে টয়লেট নেই। আমাদের প্রস্রাব-পায়খানার জন্য কখনো নিচু জমির আইলের আড়ালে কখনো নদীর ধারে কখনো বা কাশবনের আড়ালে দৌড়াতে হয়। তাই আমাদের স্কুলে একটি টয়লেট থাকলে আরো ভালো হতো।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র অফিসার (সমন্বয়ক) মো. মামুন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার নদীর ধারে কোলাহলমুক্ত মনোরম পরিবেশে আমি সরেজমিন প্রতিষ্ঠানটি দেখলাম। যাঁরা স্থানটি নির্ধারণ করেছেন সত্যিই একটি প্রশংসনীয় কাজ করেছেন। প্রতিষ্ঠানটির উন্নয়নের জন্য যা প্রয়োজন আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></p>