<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নির্বাচন দেওয়াই ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের একমাত্র কাজ নয়। কেয়ারটেকার সরকার নয় বরং বিপ্লবী সরকার হিসেবে ক্ষমতায় এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। গতকাল সোমবার সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের অফিসকক্ষে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন কমনওয়েলথের সহকারী মহাসচিব অধ্যাপক লুইস ফ্রান্সেচি। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম তাকে এসব কথা বলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপদেষ্টা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সারা বিশ্বের সমর্থন পেয়েছে অন্তর্বর্তী সরকার, যা এখনো অব্যাহত আছে। এটি বিপ্লবী সরকার। তাই শুধু নির্বাচন দেওয়াটাই এ সরকারের একমাত্র কাজ নয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। দেশের স্বার্থরক্ষায় যেকোনো কাজ করতে এ  সরকার সর্বদা প্রস্তুত। এরই মধ্যে প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে। প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে তার বিচারপ্রক্রিয়া চলমান আছে, নিরপেক্ষভাবে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করতে কমনওয়েলথের সহযোগিতা প্রয়োজন বলে জানান তিনি। পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণেও কমনওয়েলথভুক্ত দেশগুলোর ব্যাপক সহযোগিতা প্রত্যাশা করার কথাও উল্লেখ করেন উপদেষ্টা নাহিদ ইসলাম।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কমনওয়েলথের সহকারী মহাসচিব লুইস ফ্রান্সেচি বলেন, তারা সব সময় বাংলাদেশকে সহযোগিতা করে যাবেন। শিক্ষা, তথ্য-প্রযুক্তি, গণমাধ্যম, সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তারা বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী।</span></span></span></span></p>