<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ-পাকিস্তান অর্থনৈতিক কূটনীতির এখনই সঠিক সময় বলে জানিয়েছেন ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। গতকাল সোমবার ঢাকায় বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি এ কথা জানান।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য সম্ভাবনার কথা উল্লেখ করেন হাইকমিশনার। তিনি বলেন, দবাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক সংযোগে দৃষ্টি দিয়ে আমরা আমাদের জনগণের জন্য আরো সমৃদ্ধি ও স্থিতিশীলতার পথ সৃষ্টি করতে পারি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাইকমিশনার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের অবশ্যই রাজনৈতিক মতপার্থক্য পেছনে ফেলে সম্ভাবনাগুলো কাজে লাগাতে হবে। এর মাধ্যমে আমাদের মধ্যে বাণিজ্য বাড়তে পারে। কেবল অর্থনৈতিক সম্পর্ক জোরদারের মাধ্যমে আমরা সবার জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণ করতে পারি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>