<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গ্রেপ্তার ভুয়া চিকিৎসক মোছা. পাপিয়া আক্তার স্বর্ণাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি চিকিৎসক সেজে প্রতারণার মাধ্যমে রোগীর কাছ থেকে টাকা আত্মসাৎ করতেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পাপিয়াকে আদালতে হাজির করে তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি ২৮ সপ্তাহের গর্ভবতী উল্লেখ করে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে গত ১৭ নভেম্বর শাহবাগ থানায় মামলা করেন নুর আলম।</span></span></span></span></p>