<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শান্তিপূর্ণ প্রতিবাদের ওপর কোনো সরকারেরই দমন-পীড়ন চালানো উচিত নয়। গত সোমবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এ কথা জানান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিক বলেন, বাংলাদেশ থেকে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মব ভায়োলেন্সের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বিরক্তিকর খবর আসছে। বাংলাদেশ আওয়ামী লীগের শান্তিপূর্ণ রাজনৈতিক জমায়েত কর্মসূচিতে হামলা হয়েছে। নারী ও সংখ্যালঘুদের ওপর হামলা, সাংবাদিকদের কারাগারে পাঠানো এবং </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রেস অ্যাক্সেস</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বাতিল করার খবর পাওয়া গেছে। অন্তর্বর্তী সরকারের সমালোচকরা বলছেন, বাংলাদেশ যেখান থেকে শুরু করেছিল, ছাত্রদের </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিপ্লবের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> পর আবার সেখানে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপমুখপাত্র ব্রিফিং মঞ্চ থেকে এসবের নিন্দা জানিয়েছেন। এই ইস্যুতে যুক্তরাষ্ট্র কী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ করেছে?</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জবাবে ম্যাথু মিলার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি এখান থেকে গোপনীয় কূটনৈতিক আলোচনার বিষয়ে কিছু বলব না। তবে বিশ্বজুড়ে অন্য দেশগুলোর মতো বাংলাদেশের সরকারকে আমরা স্পষ্ট জানিয়েছি, আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর অধিকারকে সমর্থন করি এবং শান্তিপূর্ণ প্রতিবাদের ওপর কোনোভাবেই কোনো সরকারের দমন-পীড়ন চালানো উচিত নয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ তুলে ওই সাংবাদিক ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সংবিধান থেকে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেক্যুলার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (ধর্মনিরপেক্ষতা) শব্দটি বাদ দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। এ বিষয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, তিনি এ বিষয়ে পরে জানাবেন। গত ৫ আগস্ট সরকারের পতনের পর সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠেছিল। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের প্রাক্কালে এ নিয়ে উদ্বেগ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বার্তা দিয়েছেন। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্পকে ভুল তথ্য দেওয়া হয়েছে।</span></span></span></span></span></p>