<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের ঢাকাইয়া শিবির এলাকার মো. হানিফ মিয়া ও গৃহিণী সুফিয়া বেগমের মাদরাসাপড়ুয়া নাবালিকা কন্যার (১৫) বিয়ের আয়োজন করা হয়েছিল। গতকাল শুক্রবার আয়োজিত সে বিয়ে বন্ধ করলেন মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভুঁইয়া। ইউএনওর উপস্থিতিতে অভিভাবকের মুচলেকায় বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্তি পেল নাবালিকা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে ইউএনও তাহমিনা আফরোজ ভুঁইয়া জানান, উপজেলার বাটনাতলী ইউনিয়নের ডলু এলাকার মো. সাফর আলীর পুত্র মোহাম্মদ হাসানের সাথে ঢাকাইয়া শিবির এলাকার মো.হানিফ মিয়ার মাদরাসা পড়ুয়া নাবালিকা কন্যার (১৫) বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে শুক্রবার দুপুরে সরেজমিন গিয়ে বিয়ে বন্ধ করা হয়। পরে এলাকার সর্দার, ইউপি সদস্যের উপস্থিতিতে কন্যার মা সুফিয়া বেগম মুচলেকায় কন্যার বয়স ১৮ হওয়ার আগে বিয়ে না দেওয়ার অঙ্গীকার করে বিয়ে ভেঙে দেন।</span></span></p>