<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২৯তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। গতকাল শুক্রবার ডিআরইউ প্রাঙ্গণে এই সভা হয়। আজ শনিবার ডিআরইউ কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নির্বাচনের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাধারণ সভা উপলক্ষে সদস্যদের পদচারণে সকাল থেকেই মুখর হয়ে ওঠে ডিআরইউ প্রাঙ্গণ। সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে সভার শুরুতে গত এক বছরে প্রয়াত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। এ সময় তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ডিআরইউর সাধারণ সম্পাদক মহি উদ্দিন সদস্যদের উদ্দেশে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাধারণ সম্পাদকের প্রতিবেদন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> উপস্থাপন করেন। ২০২৪ সালের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক মো. জাকির হুসাইন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতি ছাড়া ভোটগ্রহণ চলবে। এ উপলক্ষে সব প্রস্তুতি চূড়ান্ত করেছে ডিআরইউর নির্বাচন কমিশন। নির্বাচনে ২১টি পদের মধ্যে চারটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ১৭টি পদে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী রয়েছেন। এবারের ভোটার সংখ্যা এক হাজার ৭৪৬ জন।</span></span></p> <p style="text-align:left"> </p>