<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্ষমতাচ্যুত আওয়াম লীগ সরকারের আমলে চট্টগ্রামে বেশ কয়েকটি মেগাপ্রকল্প হাতে নেওয়া হয়, যার মধ্যে অন্যতম লালখানবাজার-পতেঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। শুরু থেকেই এই প্রকল্পের র‌্যাম্প নির্মাণ নিয়ে বিতর্ক তৈরি হয়। বিতর্কিত বেশ কয়েকটি র‌্যাম্প প্রকল্প থেকে সাময়িক বাদ দেওয়া হলেও চট্টগ্রাম নগরীর বাওয়া স্কুল ও জিইসি জংশনের মাঝে পেনিনসুলা হোটেলের সামনে থেকে প্রস্তাবিত র‌্যাম্পটি বাদ দেওয়া হয়নি। এই র‌্যাম্প তৈরি হলে যানজট না কমে উল্টো বাড়বে। তাই জিইসিমুখী র‌্যাম্প বন্ধের দাবি জানিয়েছে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নামের একটি সংগঠন। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহসভাপতি সুভাষ চন্দ্র বড়ুয়া এ দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি মুহাম্মদ সিকান্দার খান, প্রকৌশলী এ বি এম এ বাসেত, স্থপতি আহমেদ জিন্নুর চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ নাজিম উদ্দিন, অধ্যাপক শফিক হায়দার চৌধুরী, প্রকৌশলী শহীদুল ইসলাম ও পরিবেশবিদ তসলিমা মুনা।</span></span></span></span></span></p>