<p>প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কে চলমান অচলাবস্থা কাটিয়ে ওঠার আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘ভারত যদি আমাদের সবাইকে একসঙ্গে নিতে পারত তাহলে ভারতের সুবিধা হতো, আমাদের সুবিধা হতো। কিন্তু সেটা দুঃখজনকভাবে হচ্ছে না। ব্যবসা-বাণিজ্যের ব্যাপারে ভারতের অবস্থান খুবই ভালো। কিন্তু গত দুই-তিন মাসে যে ব্যাবসায়িক মন্দা যাচ্ছে সেটা কি শুধু বাংলাদেশকে প্রভাবিত করছে? গতকাল রবিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।’</p> <p>ব্যবসায় মন্দা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই অবস্থা শুধু বাংলাদেশকে প্রভাবিত করছে না, ভারতকেও প্রভাবিত করছে। পরিমাণটা অত কিন্তু বেশি না, তবে প্রভাব কিন্তু পড়ছে। কলকাতার অর্থনীতি, পশ্চিমবঙ্গের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা আশা করি, এই অচলাবস্থা কাটিয়ে উঠতে পারব। অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ হলো যোগাযোগ স্থাপন। সোমবার ভারতের পররাষ্ট্রসচিব আসছেন আমাদের পররাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করতে। এটা ‘স্ট্যান্ডিং মেকানিজম’, অস্বাভাবিক কিছু না। প্রতিবছর আমাদের একজন যান ওপাশে, পরের বছর ওপাশ থেকে একজন আসেন।</p> <p> </p>