<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা আমির হোসেন নুর (৫৯) সিলেটে আদালত এলাকায় মারধরের শিকার হয়েছেন। মারধরে তাঁর নাক ফেটে রক্ত বের হয়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার তাঁকে আদালতে উপস্থাপনের জন্য পুলিশ নিয়ে এলে এ ঘটনা ঘটে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমির হোসেন নুর সিলেটের বালাগঞ্জ উপজেলার গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ছাত্রদল নেতা সুহেল হত্যা মামলায় গত বুধবার সন্ধ্যায় তাঁকে নগরের মিরের ময়দান এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৯। রাতেই তাঁকে বালাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। জানা গেছে, গতকাল সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে পুলিশ আমির হোসেন নুরকে নিয়ে এলে অতর্কিত তাঁর ওপর হামলা করা হয়। এ সময় আদালত চত্বর ও বারান্দায় তাঁকে কয়েকজন কিল-ঘুষি মারতে থাকেন। পুলিশ প্রথমে বাধা দিয়েও ঠেকাতে পারেনি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিলেট আদালতের পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আসামিকে আদালতে হাজির করার আগেই হামলা হয়। আগে থেকে কোনো নিরাপত্তা হুমকি থাকলে পর্যাপ্ত নিরাপত্তা রাখা যেত। কিন্তু সাধারণ আসামি হিসেবেই তাঁকে আদালতে নিয়ে আসার পর হামলা করা হয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p> </p>