<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইংরেজি শেখার ক্ষেত্রে খুবই উদাসীন। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরেও এসেছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। গতকাল শনিবার  রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে ইংলিশ টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, দেশের বর্তমান বাস্তবতায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে ইংরেজি শিক্ষার কোনো বিকল্প নেই। গবেষণায় দেখা গেছে, দেশের গ্র্যাজুয়েটরা বাইরের দেশগুলোতে কর্মক্ষেত্রে ভালো কদর পান না শুধু ইংরেজিতে দক্ষতা না থাকার কারণে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, মাতৃভাষার মানোন্নয়নে এবং বাইরের দেশগুলোতে বাংলাদেশিদের মর্যাদা অক্ষুণ্ন রাখতে ইংরেজি শিক্ষার চর্চাকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় তার শিক্ষার্থীদের জন্য নতুনভাবে ইংরেজিতে যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে কাজ শুরু করবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন কর্মসূচি হাতে নিতে যাচ্ছে। এসব কর্মসূচি বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীদের ইংরেজি ভীতি কাটিয়ে উঠতে সহায়তা করবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক রেজিয়া সুলতানা, ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজের পরিচালক ড. শায়লা সুলতানা, ইংলিশ টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ।</span></span></span></span></span></p>