<p>বান্দরবানের লামা উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ সব ধরনের সাহায্য-সহযোগিতা করতে এবং ভূমি দখলকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। গতকাল শুক্রবার সাড়ে ১১টার সময় লামার সরইয়ের ডলুছড়ি মৌজার টংগাঝিরি এলাকার পূর্ব বেতছড়া পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শনকালে এই নির্দেশ দেন তিনি। পরিদর্শনকালে পার্বত্য উপদেষ্টার সঙ্গে ছিলেন বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাউছারসহ বিভিন্ন অফিসের কর্মকর্তারা। এ সময় পার্বত্য উপদেষ্টা সাংবাদিকদের বলেন, এখানে যাঁরা আছেন, তাঁদের প্রত্যেকের নিরাপত্তা দরকার। পার্বত্য এলাকা এমনিতেই স্পর্শকাতর। দেশ ও পার্বত্য এলাকা মানুষ নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে বর্তমান অন্তর্বর্তী সরকার রাত-দিন কাজ করে যাচ্ছে।</p> <p> </p> <p> </p>