ঢাকা, সোমবার ২৪ মার্চ ২০২৫
১০ চৈত্র ১৪৩১, ২৩ রমজান ১৪৪৬

ঢাকা, সোমবার ২৪ মার্চ ২০২৫
১০ চৈত্র ১৪৩১, ২৩ রমজান ১৪৪৬

আগে রাজনীতির সংস্কার করতে হবে : মান্না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আগে রাজনীতির সংস্কার করতে হবে : মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, মানুষের জীবন মান ও অর্থনীতির উন্নয়নে রাষ্ট্রের প্রতি পদক্ষেপে সংস্কার প্রয়োজন। সংস্কার যদি করতে হয় সবার আগে রাজনীতির সংস্কার করতে হবে। রাজনীতির ধরন যদি পাল্টাতে না পারি, পরবর্তী সময়ে যারা আসবে তাদের কাছেও খুব বেশি আশাবাদী হতে পারি না। আগের মতো মানুষগুলোই ক্ষমতায় আসবে।

পুলিশ যেন ভবিষ্যতে আর মানবাধিকার লঙ্ঘন করতে না পারে সে লক্ষ্যে আইনের সঠিক প্রয়োগ থাকতে হবে।

গতকাল শনিবার সকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ আয়োজিত মানবাধিকার ও প্রতিহিংসার রাজনীতি শীর্ষক আলোচনাসভায় মান্না এসব কথা বলেন। বিশ্ব মানবাধিকার দিবস-২০২৪ উপলক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। নির্বাচন প্রসঙ্গে মান্না বলেন, অনেকেই বলছেন তাড়াতাড়ি ভোটের ব্যবস্থা করে দেন।

আমি তাদের বলব, আপনারা ক্ষমতায় এলে কী কী করবেন জনগণের কাছে তা অঙ্গীকার করেন। গণতন্ত্রের লড়াই লড়বেন সেই অঙ্গীকার থাকতে হবে। অনেকেই আবার বলেন, তারা কোরআনের কনস্টিটিউশন প্রতিষ্ঠা করতে চান। তাদের উদ্দেশে বলি, অন্য কনস্টিটিউশন আছে।
এটা বাদ দিয়ে যদি কোরআনের কনস্টিটিউশনে চলে, তবে এত কষ্টের কী প্রয়োজন ছিল?

মেজর জেনারেল (অব.) এহতেশাম উল হক বলেন, গত ১৬ বছর ছিল স্বাধীনতার পর ৫২ বছরের সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের সময়।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে : সাকি

রংপুর অফিস
রংপুর অফিস
শেয়ার
আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে : সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনা নিজেই হত্যার নির্দেশ দিয়েছেন। হেলিকপ্টার থেকে গুলি করে নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। শেখ হাসিনাসহ যাঁরা হত্যার সঙ্গে জড়িত তাঁদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে।

গতকাল রবিবার রংপুরের রূপকথা কমিউনিটি হলে ইফতার ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মন্তব্য
সংক্ষিপ্ত

ইন্টারনেটের দাম ১০% কমল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ইন্টারনেটের দাম ১০% কমল

বাংলাদেশ সাবমেরিন কেবল কম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। গত শনিবার কম্পানির বোর্ডসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সার্ভিস দুই ক্ষেত্রেই কম্পানিগুলোর খরচ কমে আসবে। রবিবার প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য-প্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের বরাত দিয়ে তিনি জানান, ইন্টারনেটের দাম কমানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে। মানুষ যেন সাশ্রয়ে ইন্টারনেট পায় সে জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। পাইকারি পর্যায়ে মূল্য কমানো তার মধ্যে অন্যতম। এ সিদ্ধান্তের ফলে ইন্টারনেটের আন্তর্জাতিক গেটওয়ে লেভেলে সব ব্যান্ডউইথের জন্য দাম ১০ শতাংশ কমে আসবে।

এ ছাড়া ব্যাকবোন পর্যায়ে মোবাইল কম্পানিগুলোকে ডিডব্লিউডিএম সুবিধা দেওয়ার কথা হচ্ছে।

মন্তব্য

মোল্যা নজরুলের সম্পদ-ফ্ল্যাট জব্দ শেয়ার অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মোল্যা নজরুলের সম্পদ-ফ্ল্যাট জব্দ শেয়ার অবরুদ্ধ

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলামের নামে থাকা দুটি ফ্ল্যাটসহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত, যার বাজারমূল্য এক কোটি ৬৪ লাখ ৩০ হাজার ৫৪০ টাকা। একই সঙ্গে তাঁর নামে থাকা ৫৫ লাখ ৪৭ হাজার ৩০৬ টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। গতকাল রবিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

জব্দ হওয়া সম্পদের মধ্যে রাজধানীর আফতাব নগরে ১২ লাখ ৮৩ হাজার ৪৬০ টাকা মূল্যের আড়াই কাঠার প্লট, বাড্ডার পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটিতে ১৫ লাখ ৮৩ হাজার ৮৮৫ টাকা মূল্যের চার কাঠা প্লট, নারায়ণগঞ্জে পাঁচ লাখ টাকা মূল্যের ৬.৩৫ কাঠা জমি এবং রামপুরায় এক কোটি ১৪ লাখ ৮৩ হাজার ২০০ টাকা মূল্যের দুটি ডুপ্লেক্স ফ্ল্যাট রয়েছে।

মন্তব্য
হেফাজতে ইসলাম

বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে

বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান এ দাবি জানান।

বিবৃতিতে তাঁরা বলেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে। এ বিষয়ে ফ্যাসিবাদবিরোধী সব পক্ষের সমর্থন ও সমন্বয়ে অন্তর্বর্তী সরকারের উচিত নির্দিষ্ট কৌশল ও পরিকল্পনা প্রকাশ করা।

আওয়ামী পরিচয়ে কোনো সামাজিক ও রাজনৈতিক তৎপরতা চলতে দেওয়া যাবে না। এ ছাড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে ছদ্মবেশী ভারতীয় দালালদের কারণে ৫ মে শাপলা চত্বরে গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, গুম-খুন এবং চব্বিশের গণহত্যার বিচারিক প্রক্রিয়া গতিহীন হয়ে পড়েছে।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ