হামজার খেলা দেখতে মুখিয়ে ভারতীয় দর্শকরা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
হামজার খেলা দেখতে মুখিয়ে ভারতীয় দর্শকরা
ছবি : মীর ফরিদ, শিলং থেকে

লাল-সবুজের জার্সিতে আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে হামজা চৌধুরী। দেশের ফুটবলে হামজার অন্তর্ভুক্তি দর্শকদের মনে নতুন আশার সঞ্চার করেছে। তাই ম্যাচটি দেখার অপেক্ষায় রয়েছে কোটি ফুটবল ভক্ত। শুধু দেশের ভক্তরা মুখিয়ে আছেন তা নয়, ভারতীয়রাও হামজার ফুটবল নৈপুণ্য দেখতে উন্মুখ হয়ে আছেন।

ভারতীয় ফুটবল দলের কোচের কথাতেও সেই ইঙ্গিত মিলেছে।

হামজা প্রসঙ্গে ভারতীয় স্প্যানিশ কোচ মানোলো মার্কেজ বলেছেন, ‘আমি মনে করি সে ভালো ফুটবলার। সে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছে, এখন তার দল চ্যাম্পিয়নশিপে খেলছে। আমি মনে করি, তার মতো একজন খেলোয়াড়ের জাতীয় দলের হয়ে খেলা এটা কেবল বাংলাদেশের জন্য নয়, এশিয়ার ফুটবলের জন্য ভালো।

আমি যেটা অনুভব করতে পারছি, তার সতীর্থরা তার সঙ্গে খেলতে অনুপ্রেরণা পাবে, মাঠের খেলায় এটার কি প্রভাব পড়বে, তা অবশ্য আমি জানি না।’

এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি আগামীকাল মঙ্গলবার, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় জওয়াহেরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচটি ঘিরে দুই দেশের দর্শকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। যেমনটি দেখা যায় বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচকে ঘিরে।

তবে উত্তেজনাপূর্ণ এই লড়াইয়ে কে শেষ হাসি হাসবে তা দেখার অপেক্ষায় দর্শকরা।

আগামীকালের ম্যাচটি নিয়ে গণমাধ্যমে ভারতীয় কোচ আরো বলেছেন, সব সময় প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ। আপনি (আগাম) বলতে পারবেন না, ম্যাচটা কেমন হবে। ভালো ম্যাচ হতে পারে, বাজে ম্যাচও হতে পারে। এটি ছোট পরিসরের একটা টুর্নামেন্ট, সেরা দল বাছাইপর্ব পার হবে।

আমরা বাংলাদেশকে হারানোর চেষ্টা করব। মালদ্বীপ, বাংলাদেশ বা অন্য যে দেশের বিপক্ষেই ম্যাচ হোক না কেন, আমাদের মনোভাব একই। দলে কিছু পরিবর্তন এসেছে, কিন্তু খেলার ধরন একই থাকবে।’ 

সুনীল ছেত্রীর অবসর ভেঙ্গে দলে ফেরার প্রসঙ্গে মানোলো মার্কেজ বলেন, সুনিল ভারতীয় ফুটবলে কিংবদন্তি। দলের সর্বোচ্চ গোলদাতা। আমি তাকে ডেকেছিলাম, কেননা আমরা প্রথম ম্যাচে গোল পাচ্ছিলাম না। বেশি সুযোগও তৈরি করতে পারছিলাম না, যদিও কিছু সুযোগ মিস করেছিলাম। তার ফেরাটা আমাদের জন্য দারুণ বিষয়।

পরিসংখ্যান বলছে, মুখোমুখি সাক্ষাতে ভারত বেশ এগিয়ে। দুই দল এখন পর্যন্ত ৩১ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জয় পেয়েছে ১৬ বার, বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৩ বার, বাকি ১২টি ম্যাচ ড্র হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের তিনটি জয়ই এসেছে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে। দীর্ঘ ২২ বছরের সেই জয়খরা এবার কাটাতে চায় বাংলাদেশ। 

মন্তব্য

সম্পর্কিত খবর

জবাবটা কি রাফিনিয়াকেই দিলেন মেসি

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
জবাবটা কি রাফিনিয়াকেই দিলেন মেসি
আর্জেন্টিনার জয়ের পর সতীর্থদের অভিনন্দন জানিয়েছেন মেসি। ছবি : এক্স থেকে

চোটে না পড়লে সতীর্থদের সঙ্গে মনুমেন্তালে জয়োৎসব করতেন লিওনেল মেসি। সেই সুযোগ না হলেও নিজের দেওয়া কথা রেখেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী। বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে যাওয়ার সময়ই সতীর্থদের জানিয়েছিলেন, ভক্ত হিসেবে দলকে সমর্থন দেবেন তিনি।

আরো পড়ুন
আর্জেন্টিনার জয় বাংলাদেশেরও, বলছেন ফার্নান্দেজ

আর্জেন্টিনার জয় বাংলাদেশেরও, বলছেন ফার্নান্দেজ

 

ব্রাজিলের বিপক্ষে ৪-১ গোলের জয়ে সেই সমর্থন ঘরে বসে দিয়েছেন মেসি।

বাকোবাক্সে সতীর্থদের গোল ও জয় দেখে হাততালি দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। ম্যাচ শেষে সতীর্থদের অভিনন্দনও জানিয়েছেন ইন্টার মায়ামির প্লে-মেকার। ইনস্টাগ্রামে দেওয়া স্টোরিতে ব্রাজিলের ফরোয়ার্ড রাফিনিয়াকে যেন জবাবটাও দিলেন তিনি।

আরো পড়ুন
ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার

ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার

 

ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনাকে উড়িয়ে দেওয়ার হুংকার ছুরেছিলেন রাফিনিয়া।

কিন্তু শেষে নিজেরাই উড়ে গেছেন। মেসি অবশ্য রাফিনিয়ার নাম ধরে না বললেও জবাবটা যে বার্সেলোনার ফরোয়ার্ডকেই দিয়েছেন তার কথায় তেমনিই ইঙ্গিত পাওয়া যায়। জয়ের পর তাই ৩৭ বছর বয়সী মেসি লিখেছেন, ‘মাঠে, মাঠের বাইরে যেখানেই হোক না কেন, এটাই জাতীয় দলের চিত্র। সব সময় মাঠের খেলা দিয়েই জবাব দিই।
গতকালের (আজ) এবং উরুগুয়ের বিপক্ষে পাওয়া দুর্দান্ত জয়ের জন্য অভিনন্দন।’

আরো পড়ুন
রদ্রিগোকে বিদ্রুপ পারদেসের, ‘আমার বিশ্বকাপ ও কোপা আমেরিকা আছে, তোমার কিছুই নেই’

রদ্রিগোকে বিদ্রুপ পারদেসের, ‘আমার বিশ্বকাপ ও কোপা আমেরিকা আছে, তোমার কিছুই নেই’

 

মেসি নাম ধরে না বললেও এনজো ফার্নান্দেজ সরাসরি রাফিনিয়ার নাম ধরে তাকে বিনয়ী হতে বলেছেন। দলের দ্বিতীয় গোলদাতা ও এক গোলের সহায়তাকারী চেলসি মিডফিল্ডার সামাজিক মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘পরেরবার বিনয়ী থেকো রাফিনিয়া।’

মন্তব্য

ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার। ছবি : এএফপি

হৃদরোগে আক্রান্ত হয়ে ২০২০ সালে না ফেরার দেশে পাড়ি জমান ডিয়েগো ম্যারাডোনা। তবে আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যুর পরেই তার পরিবার অভিযোগ করেন চিকিৎসার অবহেলার কথা। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই ৭ চিকিৎসকের বিরুদ্ধে আদালতে চলছে বিচারও।

আরো পড়ুন
রদ্রিগোকে বিদ্রুপ পারদেসের, ‘আমার বিশ্বকাপ ও কোপা আমেরিকা আছে, তোমার কিছুই নেই’

রদ্রিগোকে বিদ্রুপ পারদেসের, ‘আমার বিশ্বকাপ ও কোপা আমেরিকা আছে, তোমার কিছুই নেই’

 

বিচারকাজ চলার সময়ই নতুন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত সেই ব্যক্তি হচ্ছেন ম্যারাডোনার সাবেক দেহরক্ষী হুলিও কোরিয়া। তাকে গ্রেপ্তার করার কারণ হিসেবে বার্তা সংস্থা এপিসহ অনেক গণমাধ্যম জানিয়েছে, তিনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। গতকাল তার সাক্ষ্য নেওয়ার সময় প্রসিকিউটররা বেশ কয়েবার বাধা দেন।

আদালতে দেহরক্ষীর দাবি, ম্যারাডোনার মৃত্যুর সময় ফুটবল কিংবদন্তির ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকের সঙ্গে কোনো কথাই হয়নি তার।

তবে তদন্তে জানা যায় মৃত্যুর আগে ও পরে লুক-কোরিয়ার মধ্যে বার্তা আদান-প্রদান হয়েছে। পরে সেগুলো প্রকাশ্যে এসেছে। অপরাধ প্রমাণিত হলে ৫ বছরের কারাদণ্ড হতে পারে কোরিয়ার।

আরো পড়ুন
আর্জেন্টিনার জয় বাংলাদেশেরও, বলছেন ফার্নান্দেজ

আর্জেন্টিনার জয় বাংলাদেশেরও, বলছেন ফার্নান্দেজ

 

আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের সান ইসিদরোয় বিচার কাজ চলছে।

সেখানে ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত ৮ জনের মধ্যে ৭ জনের বিরুদ্ধে আনিত অভিযোগে বিচার কার্যক্রম চলছে। সেই ৭ জনের মধ্যে আছেন- একজন করে নিউরোসার্জন, মনোরোগবিদ, মনোবিজ্ঞানী, মেডিক্যাল কো-অর্ডিনেটর, নার্স কো-অর্ডিনেটর, চিকিৎসক এবং রাতের বেলার নার্স। দোষী সাব্যস্ত হলে ৮ থেকে ২৫ বছরের জেল হতে পারে তাদের।

মন্তব্য

আর্জেন্টিনার জয় বাংলাদেশেরও, বলছেন ফার্নান্দেজ

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
আর্জেন্টিনার জয় বাংলাদেশেরও, বলছেন ফার্নান্দেজ
গোলের পর ফার্নান্দেজের উদযাপন। ছবি : এএফপি

ভারতের বিপক্ষে গতকাল যতগুলো সুযোগ পেয়েছিল বাংলাদেশ তাতে জয়টা প্রাপ্যই ছিল। তবে সুযোগগুলো মিস করায় ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। তাতে অভিষেকটা জয় দিয়ে রাঙাতে পারেননি হামজা চৌধুরীও।

আরো পড়ুন
সেইফার্টের ঝোড়ো ব্যাটিংয়ে পাকিস্তানের বিব্রতকর রেকর্ড

সেইফার্টের ঝোড়ো ব্যাটিংয়ে পাকিস্তানের বিব্রতকর রেকর্ড

 

রাতে দেশের হয়ে গলা ফাঁটানো বাংলাদেশের দর্শকরাই পরে দুই ভাগ হয়ে গেছেন।

আজ সকালে একদল ব্রাজিল আরেক দল আর্জেন্টিনা বনে যান। তাতে হলুদবাহিনীদের হারিয়ে উল্লাসে মাতেন আলবিসেলেস্তারা। ঘরের মাঠ মনুমেন্তালে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। বোকাবাক্সে যারা তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের জয় উপভোগ করেছেন সেই সব বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়েছেন এনজো ফার্নান্দেজ।

দলের জয়ে একটি গোল ও সহায়তা করা ফার্নান্দেজ তাদের জয়টা বাংলাদেশের জয় বলেও জানিয়েছেন। আর্জেন্টিনার মিডফিল্ডার সামাজিক মাধ্যমে ফেসবুকে লিখেছেন, ‘অবিশ্বাস্য সমর্থন ও বার্তাগুলোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ। এই জয় আপনাদেরও।’

আরো পড়ুন
রদ্রিগোকে বিদ্রুপ পারদেসের, ‘আমার বিশ্বকাপ ও কোপা আমেরিকা আছে, তোমার কিছুই নেই’

রদ্রিগোকে বিদ্রুপ পারদেসের, ‘আমার বিশ্বকাপ ও কোপা আমেরিকা আছে, তোমার কিছুই নেই’

 

বাংলাদেশের আর্জেন্টিনাই সমর্থকদের ধন্যবাদ জানানো অবশ্য নতুন নয় আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনসহ (এএফএ) তাদের খেলোয়াড়দের।

কাতার বিশ্বকাপ জয়ের পর সমর্থকদের ধন্যবাদ জানানো এএফএ সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়েছিল। ফার্নান্দেজ তো জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার পাশে দাঁড়িয়ে পোস্টও দিয়েছিলেন। সামাজিক মাধ্যম ফেসবুকে ফার্নান্দেজ লিখেছিলেন, ‘বাংলাদেশের আমার সব ভক্তকে বলছি, আমি তোমাদের কথা শুনছি, তোমাদের জন্য প্রার্থনা করছি।’

মন্তব্য

সেইফার্টের ঝোড়ো ব্যাটিংয়ে পাকিস্তানের বিব্রতকর রেকর্ড

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
সেইফার্টের ঝোড়ো ব্যাটিংয়ে পাকিস্তানের বিব্রতকর রেকর্ড
সেইফার্টের ঝোড়ো ইনিংসের এক মুহূর্ত। ছবি : ক্রিকইনফো

সিরিজ আগেই হারিয়েছে পাকিস্তান। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শুধু ব্যবধান কমানোর সুযোগ ছিল সালমান আগার দলের। সেই সুযোগ তো পায়নি উল্টো শেষ টি-টোয়েন্টিতে বিব্রতকর রেকর্ড গড়েছে তারা।

নিউজিল্যান্ড ৪-১ ব্যবধানে সিরিজ শেষ করার ম্যাচে ৬০ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পেয়েছে।

তাতে টি-টোয়েন্টি সংস্করণে অব্যবহৃত বলের হিসেবে সবচেয়ে বড় পরাজয়। আগের রেকর্ডটিও ছিল এই সিরিজের প্রথম ম্যাচে। সেদিন ৫৯ বল হাতে রেখে জয় পেয়েছিল কিউইরা।

আরো পড়ুন
রদ্রিগোকে বিদ্রুপ পারদেসের, ‘আমার বিশ্বকাপ ও কোপা আমেরিকা আছে, তোমার কিছুই নেই’

রদ্রিগোকে বিদ্রুপ পারদেসের, ‘আমার বিশ্বকাপ ও কোপা আমেরিকা আছে, তোমার কিছুই নেই’

 

পাকিস্তানকে বিব্রতকর রেকর্ডের স্বাক্ষী করতে বিধ্বংসী এক ইনিংস খেলেছেন টিম সেইফার্ট।

তবে দলকে জয় এনে দেওয়ার পরও ওপেনিং ব্যাটারের আক্ষেপ থাকতেই পারে। কেননা ৩ রানের জন্য এই সংস্করণের ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পাননি তিনি। জয় নিশ্চিতের শেষ ওভারে ৪ ছক্কা হাঁকিয়ে মাঠ ছাড়ার সময় ৯৭ রানে অপরাজিত থাকেন। তার মধ্যে শাদাব খানের করা ওভারটির শেষ তিন বলে তিন ছক্কা হাঁকিয়েছেন।
আর সব মিলিয়ে ২৫৫.২৬ স্ট্রাইক রেটের ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ১০ ছক্কায়।

এর আগে টস জিতে অধিনায়ক সালমানের ফিফটিতে ১২৮ রানের সংগ্রহ পায় পাকিস্তান। তার ৫১ রানের বিপরীতে দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন অলরাউন্ডার শাদাব। প্রতিপক্ষকে অল্প রানে আটকানোর ম্যাচে পাকিস্তানের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দিয়েছেন জিমি নিশাম। ক্যারিয়ারসেরা ২২ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি।

তার স্বীকৃতি হিসেবে ম্যাচসেরাও হয়েছেন কিউই অলরাউন্ডার। আর পুরো সিরিজে ২৪৯ রান করে সিরিজসেরা হয়েছেন সেইফার্ট।

মন্তব্য

সর্বশেষ সংবাদ