ব্যাটারিচালিত যানবাহনের জন্য ‘থ্রি-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২৪’ চূড়ান্ত করে দ্রুত প্রজ্ঞাপন প্রকাশ করাসহ আট দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় পরিষদের নেতারা গেজেট প্রকাশ ছাড়াও ইজি বাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স, রুট পারমিট, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় আলাদা লেন বা সার্ভিস রোড নির্মাণ এবং চালকদের প্রশিক্ষণ দেওয়ারও দাবি তোলেন। তাঁরা জানান, ২০১৭ সাল থেকে নীতিমালা প্রণয়নের জন্য কাজ শুরু করে সংগ্রাম পরিষদ।
২০২১ সালে নীতিমালা চূড়ান্ত করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। নীতিমালা প্রণয়ন না করায় গত বছরের জুলাইয়ে স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু এখনো সেই নীতিমালা নিয়ে তেমন কোনো উদ্যোগ নেয়নি সরকার। সংগ্রাম পরিষদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই এই অবস্থান কর্মসূচি। দাবি মেনে না নিলে ফেব্রুয়ারিতে পরিবারসহ অবস্থান কর্মসূচি ও মহাসমাবেশের মতো কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন পরিষদের নেতারা।