লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন, ‘নির্বাচনব্যবস্থা সংস্কারের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্রুত নির্বাচন দেন। আর না হলে আপনাদের বিরুদ্ধেও গণতন্ত্রমনা মানুষ রাজপথে সংগ্রাম করতে বাধ্য হবে।’ গতকাল শুক্রবার কুমিল্লার মহারং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চান্দিনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মিসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘রাষ্ট্র সংস্কারের প্রথম ধাপ হলো নির্বাচনব্যবস্থা সংস্কার করা।
রাষ্ট্র সংস্কার এত সহজ কাজ নয়। এটা ছয় মাস, এক বছরের বিষয় নয়। রাষ্ট্র সংস্কার চাইলেই দুই দিনে করা যায় না। ছয় মাসে মাত্র ছয়টি কমিটি সংস্কারের প্রস্তাব দিতে পেরেছে। অন্যরা এখনো কোনো প্রস্তাব উত্থাপন করতে পারেনি। রাষ্ট্র সংস্কারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। সারা দেশে এ নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা হয়েছে। এর আগে ২০১৫ সালে রাষ্ট্র সংস্কারের কাঠামো এনে বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টি ঘোষণা করেছিলেন।’