গুলিস্তানে কম্বল মোড়ানো নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
গুলিস্তানে কম্বল মোড়ানো নবজাতক উদ্ধার

রাজধানীর গুলিস্তান থেকে তোয়ালে ও কম্বল মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল দুপুরে গুলিস্তানের আহাদ পুলিশ বক্সের পাশ থেকে নবজাতকটি উদ্ধার করা হয়। পল্টন থানার এসআই জাহেদুল আলম নবজাতক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নবজাতকটিকে পড়ে থাকতে দেখে ভাসমান এক নারীসহ কয়েকজন তাকে থানায় নিয়ে আসে।

মন্তব্য

সম্পর্কিত খবর

শহীদ রুবেলের মরদেহ উত্তোলনে পরিবারের বাধা

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি প্রতিনিধি
শেয়ার
শহীদ রুবেলের মরদেহ উত্তোলনে পরিবারের বাধা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়া এলাকায় পুলিশের গুলিতে ঝালকাঠির রাজাপুর উপজেলার রুবেল তালুকদার শহীদ হন। পরে ময়নাতদন্ত ছাড়াই রাজাপুরে পারিবারিক কবরস্থানে নিহত রুবেলের লাশ দাফন করা হয়। রুবেলের চাচাতো ভাই খলিলুর রহমান আশুলিয়া থানায় ৬১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করলে মরদেহ ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত। বৃহস্পতিবার মরদেহ উত্তোলন করতে গেলে রুবেলের পরিবার ও মামলার বাদী আপত্তি জানায়।

এতে কবর থেকে মরদেহ উত্তোলন না করেই ফিরে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। মামলার বাদী নিহত রুবেলের চাচাতো ভাই খলিলুর রহমান বলেন, আমরা রুবেলের মরদেহ কবর থেকে উঠিয়ে টানাহেঁচড়া করতে চাই না। দেশবাসী জানে রুবেলকে পুলিশ গুলি করে হত্যা করেছে। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ বলেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে নিহত রুবেলের মরদেহ উত্তোলনের জন্য গেলে মামলার বাদী ও নিহতের পরিবার মরদেহ উত্তোলন না করার জন্য লিখিত দেন।
তাই মরদেহ উত্তোলন করা হয়নি।

 

মন্তব্য

নোবেল শান্তি পুরস্কারে মনোনয়ন পেলেন ইলন মাস্ক

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
নোবেল শান্তি পুরস্কারে মনোনয়ন পেলেন ইলন মাস্ক

বাকস্বাধীনতার প্রসারে অবদান রাখায় চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য ধনকুবের ইলন মাস্ককে মনোনীত করেছেন ইউরোপীয় পার্লামেন্টের এক সদস্য। টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহীকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য বিবেচনায় নিতে নরওয়ের নোবেল কমিটির কাছে করা আবেদন গৃহীত হয়েছে, বলেছেন ব্র্যাঙ্কো গ্রিমস নামের এই স্লোভেনীয় রাজনীতিক। বাকস্বাধীনতা ও শান্তির মতো মৌলিক মানবাধিকারে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই মনোনয়ন দেওয়া হয়েছে, বলেছেন তিনি। এনডিটিভি জানিয়েছে, মাস্কের জন্য করা আবেদন গ্রহণ করে নরওয়ের নোবেল কমিটি যে ফিরতি ই-মেইল পাঠিয়েছে গ্রিমস তা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম এক্সে শেয়ারও করেছেন।

ওই ই-মেইলে বলা হয়েছে, ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য আপনার মনোনয়ন সফলভাবে জমা পড়েছে। এ কাজে যাঁরা তাঁর সঙ্গে যুক্ত ছিলেন তাঁদের ও সহপ্রস্তাবকদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন গ্রিমস। গত ডিসেম্বরেও ইউরোপীয় পার্লামেন্টের এই সদস্য বলেছিলেন, বাকস্বাধীনতার পক্ষে দাঁড়ানোর জন্য মাস্ক নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতেও নরওয়ের সংসদ সদস্য মারিয়াস নিলসেন নোবেল শান্তি পুরস্কারের জন্য ইলন মাস্ককে মনোনীত করেছিলেন।
সূত্র : এনডিটিভি

মন্তব্য

‘দ্রুত নির্বাচন দিন, না হয় মানুষ রাজপথে নামবে’

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
‘দ্রুত নির্বাচন দিন, না হয় মানুষ রাজপথে নামবে’

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন, নির্বাচনব্যবস্থা সংস্কারের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্রুত নির্বাচন দেন। আর না হলে আপনাদের বিরুদ্ধেও গণতন্ত্রমনা মানুষ রাজপথে সংগ্রাম করতে বাধ্য হবে। গতকাল শুক্রবার কুমিল্লার মহারং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চান্দিনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মিসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের প্রথম ধাপ হলো নির্বাচনব্যবস্থা সংস্কার করা।

রাষ্ট্র সংস্কার এত সহজ কাজ নয়। এটা ছয় মাস, এক বছরের বিষয় নয়। রাষ্ট্র সংস্কার চাইলেই দুই দিনে করা যায় না। ছয় মাসে মাত্র ছয়টি কমিটি সংস্কারের প্রস্তাব দিতে পেরেছে।
অন্যরা এখনো কোনো প্রস্তাব উত্থাপন করতে পারেনি। রাষ্ট্র সংস্কারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। সারা দেশে এ নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা হয়েছে। এর আগে ২০১৫ সালে রাষ্ট্র সংস্কারের কাঠামো এনে বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টি ঘোষণা করেছিলেন।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
সংক্ষিপ্ত

আইসিডিডিআরবির হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ে চিঠি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আইসিডিডিআরবির হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ে চিঠি

যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধের জেরে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) এক হাজারেরও বেশি কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুতির চিঠি দেওয়া হয়েছে। এসব কর্মীকে গত বুধবার থেকে পর্যায়ক্রমে চিঠি দেওয়া হচ্ছে। এসব কর্মকর্তা-কর্মচারী যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সংস্থা, ইউএসএআইডিসহ বিভিন্ন সরকারি সংস্থার অর্থায়নে পরিচালিত বিভিন্ন গবেষণা প্রকল্পে কাজ করতেন। আইসিডিডিআরবির কমিউনিকেশনস বিভাগের সিনিয়র ম্যানেজার এ কে এম তারিফুল ইসলাম খান গতকাল শুক্রবার বলেন, যুক্তরাষ্ট্র সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের অর্থায়নে পরিচালিত প্রকল্প ও গবেষণা পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

তিনি বলেন, আমাদের সেবাগ্রহীতা, বিভিন্ন অংশীদার ও সহকর্মীদের অসুবিধার জন্য সহানুভূতি ও দুঃখ প্রকাশ করছি। আমরা আশাবাদী, পুনরায় আমাদের কার্যক্রম শুরু করতে পারব।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ