গুলিস্তানে কম্বল মোড়ানো নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
গুলিস্তানে কম্বল মোড়ানো নবজাতক উদ্ধার

রাজধানীর গুলিস্তান থেকে তোয়ালে ও কম্বল মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল দুপুরে গুলিস্তানের আহাদ পুলিশ বক্সের পাশ থেকে নবজাতকটি উদ্ধার করা হয়। পল্টন থানার এসআই জাহেদুল আলম নবজাতক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নবজাতকটিকে পড়ে থাকতে দেখে ভাসমান এক নারীসহ কয়েকজন তাকে থানায় নিয়ে আসে।

মন্তব্য

সম্পর্কিত খবর

যানজট

শেয়ার
যানজট
তিতুমীর কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে গতকাল ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য

সম্রাট-আরমানের বিচার শুরু, পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সম্রাট-আরমানের বিচার শুরু, পরোয়ানা জারি

রাজধানীর রমনা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তাঁর সহযোগী এনামুল হক আরমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এই মামলায় তাঁদের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। আগামী ১২ মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। একই সঙ্গে আদালতে জামিন বাতিল করে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান মজুমদারের আদালত এই আদেশ দেন। এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাহফুজ হাসান বলেন, আসামিরা অসুস্থ থাকায় তাঁদের পক্ষে অভিযোগ শুনানি পেছানোর সময় আবেদন করা হয়।

মন্তব্য

ব্যাটারিচালিত রিকশার চূড়ান্ত নীতিমালা চান চালকরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ব্যাটারিচালিত রিকশার চূড়ান্ত নীতিমালা চান চালকরা

ব্যাটারিচালিত যানবাহনের জন্য থ্রি-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২৪ চূড়ান্ত করে দ্রুত প্রজ্ঞাপন প্রকাশ করাসহ আট দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় পরিষদের নেতারা গেজেট প্রকাশ ছাড়াও ইজি বাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স, রুট পারমিট, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় আলাদা লেন বা সার্ভিস রোড নির্মাণ এবং চালকদের প্রশিক্ষণ দেওয়ারও দাবি তোলেন। তাঁরা জানান, ২০১৭ সাল থেকে নীতিমালা প্রণয়নের জন্য কাজ শুরু করে সংগ্রাম পরিষদ।

২০২১ সালে নীতিমালা চূড়ান্ত করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। নীতিমালা প্রণয়ন না করায় গত বছরের জুলাইয়ে স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু এখনো সেই নীতিমালা নিয়ে তেমন কোনো উদ্যোগ নেয়নি সরকার। সংগ্রাম পরিষদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই এই অবস্থান কর্মসূচি।
দাবি মেনে না নিলে ফেব্রুয়ারিতে পরিবারসহ অবস্থান কর্মসূচি ও মহাসমাবেশের মতো কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন পরিষদের নেতারা।

মন্তব্য
সংক্ষিপ্ত

বাকপ্রতিবন্ধী শিশুসহ দুই বোনকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বাকপ্রতিবন্ধী শিশুসহ দুই বোনকে ধর্ষণের অভিযোগ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি বাসায় বাকপ্রতিবন্ধী এক শিশুসহ দুই বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সন্দেহভাজন রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার একজনের বয়স আট বছর এবং অন্যজনের বয়স ১৬ বছর। তারা দুই বোন।

এদের মধ্যে একজন বাকপ্রতিবন্ধী। যাত্রাবাড়ী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার গতকাল বৃহস্পতিবার বলেন, গত বুধবার রাতে তাদের ধর্ষণের অভিযোগ ওঠে। পরে অসুস্থ অবস্থায় দুই শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তাদের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধান। রেজাউল করিম নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ