জুলাই অভ্যুত্থানে আহত না হয়েও সহযোগিতার অর্থ দাবি করতে গিয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে এ পর্যন্ত অন্তত ৫০ জন প্রতারক ধরা পড়েছেন।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে জমা পড়া আবেদনগুলো যাচাই করতে গিয়ে এসব প্রতারণার তথ্য পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে তাঁরা প্রতারণার কথা স্বীকার করেন।
ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) জানান, দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায়ই এমন প্রতারণামূলক আবেদন আসছে।
পরে যাচাই-বাছাইয়ে তা শনাক্ত করা হচ্ছে। তবে দ্রুতই আহত ও নিহতদের তালিকা প্রস্তুত করা হবে, তখন আর এমন প্রতারণা করা সম্ভব হবে না।
আবেদন যাচাইয়ে দেখা যায়, যানবাহন দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে আহতরা নিজেদের জুলাই বিপ্লবে আহত দাবি করে সহযোগিতার অর্থ আদায়ে আবেদন করছেন। আবার একই মেডিক্যাল রিপোর্ট দিয়েও একাধিক লোক আবেদন করেছেন।
কেউ বা ফটোশপে নিজের আহত হওয়ার ছবি তৈরি করে তা জমা দিয়েছেন। প্রতারণার নানা কৌশল ব্যবহার করা হলেও পরে ধরা পড়ায় অনেকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়।