সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব পানি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে খালি কলস হাতে নিয়ে কলসবন্ধন করেছে উপকূলবাসী। গতকাল শনিবার সকাল ১১টায় শ্যামনগরের উপকূলবর্তী মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে আইবুড়ো নদীর পারে এই কলসবন্ধন করা হয়। একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় উপকূলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’ এই কর্মসূচি বাস্তবায়ন করে। এ সময় স্থানীয় শতাধিক গৃহিণী পানির কলস নিয়ে নদীর তীরে অবস্থান নেন।