চট্টগ্রামের যানজট নিরসনের লক্ষ্যে কর্ণফুলী নতুন ব্রিজসংলগ্ন এলাকায় একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাস টার্মিনালটি নির্মাণ হলে দূরপাল্লার বাস ও নগরীর বিভিন্ন রুটের যানবাহনগুলোর জন্য নির্দিষ্ট স্থান থাকবে।
গতকাল প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পরিদর্শন করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করেন তিনি।