চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তা খুনের অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তা খুনের অভিযোগে স্ত্রী গ্রেপ্তার
সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় ব্যাংক কর্মকর্তা জাফর আলীকে (৪৩) খুন করা হয়েছে অভিযোগ করে থানায় মামলা করা হয়েছে। মামলা করার পর ব্যাংকারের স্ত্রী রোমানা ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার চট্টগ্রামের চান্দগাঁও থানায় মামলা করার পর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মৃত জাফর আলী চৌধুরীর (৪৩) ফটিকছড়ির ভুজপুর এলাকার বাসিন্দা।

তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক নগরীর কদমতলী শাখার সিনিয়র এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন।

চান্দগাঁও থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন কালের কণ্ঠকে বলেন, পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে জাফরের লাশ উদ্ধার করা হয়। তার গলায় কালো দাগ, হাতে নখের আঁচড়, কানে জমাট বাঁধা রক্ত এবং মাথার পেছনে ফোলা ছিল।

তিনি বলেন, জাফরের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, জাফরকে তার স্ত্রী খুন করেছেন।

এরপর রাতেই তার স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। রবিবার দুপুরে জাফরের ভাই আবুল হাসনাত চান্দগাঁও থানায় একটি মামলা করেন। মামলায় রোমানাকে একমাত্র আসামি করা হয়। ওই মামলায় রোমানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওসি আরো বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। রোমানা আমাদের জানিয়েছেন, তার স্বামী জাফর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এর আগে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল।’

মন্তব্য

সম্পর্কিত খবর

বাগাতিপাড়ায় ধর্ষণ মামলার ৪ আসামি গ্রেপ্তার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
শেয়ার
বাগাতিপাড়ায় ধর্ষণ মামলার ৪ আসামি গ্রেপ্তার

নাটোরের বাগাতিপাড়ায় ধর্ষণ মামলার চারজন আসামিকে গ্রেপ্তার করেছে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। অভিযোগের চার ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে তাদের গ্রেপ্তার করে আজ বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কাকফো এলাকার মেহেদী হাসান, হাটদৌল এলাকার রনি ও একই এলাকার রাজিব এবং জেলার সিংড়া উপজেলার শেরকোল এলাকার মোস্তফা।

আরো পড়ুন
রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টার শ্রদ্ধা

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টার শ্রদ্ধা

 

ভুক্তভোগী পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, এক তরুণীর সঙ্গে উপজেলার কাকফো এলাকার মেহেদী হাসান নামের এক যুবকের প্রায় ১ বছরের প্রেমের সম্পর্ক চলছিল। চলতি বছরের ৫ মার্চ রাতে কৌশলে ওই যুবক ওই তরুণীকে তার বাড়ি থেকে পাশের এক নির্জন স্থানে নিয়ে যায় এবং তরুণীর ইচ্ছার বিরুদ্ধে মেহেদী ও তার আরো তিন বন্ধু মিলে গণধর্ষণ করে।

পরে পরিবারের লোকজন জানতে পেরে ওই তরুণীর মা বাদি হয়ে মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে বাগাতিপাড়া মডেল থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ আমলে নিয়ে ৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আরো পড়ুন
রেলে ১ টাকা আয় করতে আড়াই টাকা খরচ : রেলপথ উপদেষ্টা

রেলে ১ টাকা আয় করতে আড়াই টাকা খরচ : রেলপথ উপদেষ্টা

 

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, 'অভিযোগ আমলে নিয়ে জেলার সিংড়া থানা এলাকা থেকে মেহেদী, রনি ও মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। এবং রাজিবকে বাগাতিপাড়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।' পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য

দীঘিনালায় মধ্যরাতে আগুনে পুড়ল ১৬ দোকান

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
শেয়ার
দীঘিনালায় মধ্যরাতে আগুনে পুড়ল ১৬ দোকান
ছবি: কালের কণ্ঠ

দুই সপ্তাহের ব্যবধানে খাগড়াছড়ির দীঘিনালার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বোয়ালখালী নতুন বাজারে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একাংশের ১৬টি দোকান পুড়ে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে গত ৭ মার্চ ওই বাজারে আগুনে পুড়েছিল ১২টি দোকান।

বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে দাবী স্থানীয় ব্যবসায়ীদের। এদিকে, মধ্যরাতে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দীঘিনালা ইউনিটের সঙ্গে যোগ দেয় ফায়ার সার্ভিসের খাগড়াছড়ি জেলা সদর ইউনিট।  এ ছাড়া সেনাবাহিনীর দীঘিনালা জোন, বাবুছড়া জোনের ৭ বিজিবি ও স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান সেনাবাহিনীর দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ওমর ফারুক, উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদ ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।

 

বাজার পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম বলেন, ঈদ ও বৈসাবি উৎসবকে সামনে রেখে ব্যবসায়ীরা দোকানে পর্যাপ্ত মালামাল মজুদ করেছিল। হঠাৎ আগুনে সব পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা সর্বস্বান্ত।

বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।  এতে ব্যবসায়ীদের প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপসহকারী কর্মকর্তা মো. জাকের হোসেন জানান, বোয়ালখালী বাজারে আগুনে ১৬টি দোকান পুড়েছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

মন্তব্য
মহান স্বাধীনতা দিবস

বিএসএফকে বিজিবির মিষ্টি উপহার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বিএসএফকে বিজিবির মিষ্টি উপহার
সংগৃহীত ছবি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় মিষ্টি বিতরণ করা হয়।

বিজিবির পক্ষ থেকে হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ওসীম মার্ক ভারতের ৭৯ ব্যাটালিয়নের এসি রহিত শর্মার হাতে মিষ্টি তুলে দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে ফুল দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়।

পরে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় সেখানে বিজিবি ও বিএসএফের নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ওসীম মার্ক বলেন, সীমান্তে দায়িত্বরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সম্পর্ক আরো সুদৃঢ় করতে দীর্ঘদিন ধরেই হিলি সীমান্তে দু’দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে আমরা যেমন তাদের মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি, তেমনি তারাও আমাদের মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে।

তিনি আরো বলেন, এরই ধারাবাহিকতায় আজ আমাদের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি।

এতে দুই বাহিনীর মাঝে বিরাজমান সম্পর্ক আরো সুদৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ হবে।

মন্তব্য

খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় আখাউড়ায় দোয়া

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় আখাউড়ায় দোয়া
ছবি: কালের কণ্ঠ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় গতকাল মঙ্গলবার বিকেলে আখাউড়ায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক এমপি মুশফিকুর রহমান-এর পক্ষ থেকে শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে এ আয়োজন করা হয়।

আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি খন্দকার মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম মমিনুল হক, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-এর সহসভাপতি ইন্জিনিয়ার মো. নাজমুল হুদা খন্দকার, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন, সাবেক যুব বিষয়ক সম্পাদক মনির হোসেন, আখাউড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসেন, আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মামুন আহমেদ।

উপস্থাপনায় ছিলেন, আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশন ও আখাউড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন।

মোনাজাত পরিচালনা করেন আখাউড়া উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা রাসেল মোল্লা। ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এতে আখাউড়া উপজেলা প্রবাসী বিএনপি সার্বিক সহযোগিতা করে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ