দুই সপ্তাহের ব্যবধানে খাগড়াছড়ির দীঘিনালার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বোয়ালখালী নতুন বাজারে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একাংশের ১৬টি দোকান পুড়ে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে গত ৭ মার্চ ওই বাজারে আগুনে পুড়েছিল ১২টি দোকান।
বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে দাবী স্থানীয় ব্যবসায়ীদের। এদিকে, মধ্যরাতে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দীঘিনালা ইউনিটের সঙ্গে যোগ দেয় ফায়ার সার্ভিসের খাগড়াছড়ি জেলা সদর ইউনিট। এ ছাড়া সেনাবাহিনীর দীঘিনালা জোন, বাবুছড়া জোনের ৭ বিজিবি ও স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান সেনাবাহিনীর দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ওমর ফারুক, উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদ ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।
বাজার পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম বলেন, ঈদ ও বৈসাবি উৎসবকে সামনে রেখে ব্যবসায়ীরা দোকানে পর্যাপ্ত মালামাল মজুদ করেছিল। হঠাৎ আগুনে সব পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা সর্বস্বান্ত।
বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপসহকারী কর্মকর্তা মো. জাকের হোসেন জানান, বোয়ালখালী বাজারে আগুনে ১৬টি দোকান পুড়েছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।