ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সহকারী হাইকমিশন আয়োজিত অনুষ্ঠানে সেখানকার অতিথিদের বাংলাদেশি খাবারে আপ্যায়নের পরিকল্পনা রয়েছে। এ জন্য বাংলাদেশ থেকে ৩০০ কার্টনে করে শুকনা খাবার ও জুস গেল আগরতলায়। গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব খাবার পাঠানো হয়, যা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে পরিবেশন করা হবে। আগরতলার সহকারী হাইকমিশনের একটি চিঠি ও স্থলবন্দরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।