<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বন্যায় মৌলভীবাজার জেলার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকসহ ৫০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছে শিক্ষার্থীরা। মৌলভীবাজার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম জানান, জেলায় ৪০টি প্রাথমিক বিদ্যালয় বন্যাকবলিত এবং ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি আরো জানান, এর আগের দফা বন্যায় ১৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানে এক কোটি ৭৩ লাখ ৫৫ হাজার টাকার ক্ষতি হয়। </span></span></span></span></p> <p> </p>