<p>‘কয়লাদূষণ বন্ধ করে সুন্দরবনের প্রাণ পশুর নদ বাঁচাও। নোংরা কয়লার ব্যবহার বন্ধ করে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর কর। ২০৩৫ সালের মধ্যে এশিয়া থেকে কয়লাভিত্তিক জ্বালানি প্রকল্প তুলে দিতে হবে।’—এসব দাবিতে জলবায়ুু ন্যায্যতার জন্য বিশ্বব্যাপী আন্দোলনের অংশ হিসেবে গতকাল শুক্রবার সকালে খুলনার মোংলার পশুর নদে নৌ শোভাযাত্রা এবং পশুর নদের পারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ কর্মসূচির আয়োজক ছিল ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স  বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার। পায়রা নদী রক্ষায় পৃথক কর্মসূচি পালিত হয়েছে বরগুনার তালতলীতে।</p> <p>কর্মসূচিতে সভাপতি ও প্রধান অতিথির বক্তব্য দেন পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশ আন্দোলনের নেতা মো. নূর আলম শেখ। বক্তব্য দেন গীতিকার মোল্যা আল মামুন, আব্দুর রশিদ হাওলাদার, নাজমুল হক, কমলা সরকার, হাছিব সরদার, চন্দ্রিকা মণ্ডল, মারুফ বিল্লাহ, রাসেল শেখ, মেহেদী হাসান বাবু প্রমুখ।</p> <p>এদিকে পায়রা নদী রক্ষাসহ একই দাবিতে বরগুনার তালতলীতে নৌ শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে জলবায়ু ন্যায্যতার জন্য বিশ্বব্যাপী আন্দোলনের অংশ হিসেবে এশিয়া ডে অব অ্যাকশন কর্মসূচি উপলক্ষে উপজেলার খোট্টারচর এলাকায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের সামনে ওয়াটারকিপার্স বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং পায়রা নদীর ইলিশ রক্ষা কমিটির আয়োজনে নৌ শোভাযাত্রা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।</p>