<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পঞ্চগড় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বীকে ধমক দেওয়ায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়ার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ফজলে রাব্বী পঞ্চগড় সদর থানায় গিয়ে এই জিডি করেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জিডি সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর ম্যাসেঞ্জারে অডিও কল দিয়ে উচ্চৈঃস্বরে ধমক দেওয়া হয় সমন্বয়ক ফজলে রাব্বীকে। ওই কল রেকর্ডে কিছু অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। সেখানে সাবেক এই সংসদ সদস্যকে বলতে শোনা যায়, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমার ফেসবুকের ওয়ালে এসে তোমার বাহাদুরি কেন করতে হবে? আমি পঞ্চগড়েই আছি, বেয়াদবি করবা না, আমার সাধারণ সৌজন্য শিষ্টাচার আছে বলেই মনোনয়ন পাওয়ার পর আমাদের এলাকার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ জমির উদ্দিন সরকারের (বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার) দোয়া নিতে গিয়েছিলাম। সাধারণ সৌজন্যতা বজায় রাখবা। রাজনীতি করতে চাও করবা, রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবা, বেয়াদবি করবা না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকার পতনের পরও সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা তাঁর ফেসবুক আইডিতে উসকানিমূলক এবং আক্রমণাত্মক পোস্ট দিয়ে যাচ্ছেন। গত ১৩ সেপ্টেম্বর ম্যাসেঞ্জারে তিনি হঠাৎ আমাকে কল দেন। আমি রিসিভ করতেই তিনি যেভাবে কথা বলছিলেন তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তিনি আক্রমণাত্মক ও ধমকের সুরে কথা বলছিলেন। আমাকে দেখে নেওয়ার ক্ষমতাও নাকি তার আছে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এভাবে আমাকে হুমকি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-ধমকি দেন।</span></span></span></span></span></p>