<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পটুয়াখালী থেকে আটকের পর সহিংসতা ও বিস্ফোরকদ্রব্য মামলায় কারাগারে পাঠানো হলো খুলনা-৬ আসনের (কয়রা-পাইকগাছা) সাবেক সংসদ সদস্য মো. রশীদুজ্জামানকে। গতকাল বুধবার দুপুরে তাঁকে খুলনার পাইকগাছা আদালতে হাজির করার পর জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার ভোররাতে পটুয়াখালী জেলার মহিপুর এলাকা থেকে র‌্যাব-৬ ও র‌্যাব-৮ যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। আদালত সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন মো. রশীদুজ্জামান</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মোড়ল। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে সংসদ সদস্য পদ হারান মো. রশীদুজ্জামান মোড়ল।</span></span></span></span></span></p>