<p>পটুয়াখালী থেকে আটকের পর সহিংসতা ও বিস্ফোরকদ্রব্য মামলায় কারাগারে পাঠানো হয়েছে খুলনা-৬ আসনের (কয়রা- পাইকগাছা) সাবেক সংসদ মো. রশীদুজ্জামান মোড়লকে। বুধবার (১৬ অক্টোবর) তাকে খুলনার পাইকগাছা আদালতে হাজির করার পর জেলা কারাগারে পাঠানো হয়। </p> <p>এর আগে বুধবার ভোররাতে পটুয়াখালী জেলার মহিপুর এলাকা থেকে র‌্যাব-৬ ও র‌্যাব-৮ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ মুজিব জাতির পিতা নন : আসিফ মাহমুদ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/16/1729080352-0c8619aec728d72a17d3acf038ff8ed2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ মুজিব জাতির পিতা নন : আসিফ মাহমুদ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/16/1435798" target="_blank"> </a></div> </div> <p>আদালত সূত্র জানায়, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন রশীদুজ্জামান। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে সংসদ সদস্য পদ হারান তিনি।</p> <p>র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান, সহিংসতা ও বিস্ফোরকদ্রব্য তিন মামলায় এজাহারভুক্ত আসামি রশীদুজ্জামানকে গ্রেপ্তারের পর খুলনা র‌্যাব-৬ থেকে দুপুরে পাইকগাছার আদালতে হাজির করা হয়। তার পর পাইকগাছা আদালতে শুনানি শেষে তাকে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়।</p>