<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুষ্কৃতকারীরা, কুমিল্লার চৌদ্দগ্রামে রবি আজিয়াটা টাওয়ারের সিকিউরিটি গার্ডের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ ও ঝিনাইদহের মহেশপুর থেকে এক যুবককে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সীতাকুণ্ড (চট্টগ্রাম) : চট্টগ্রামের সীতাকুণ্ডে এক যুবলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের লালানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. ফিরোজ খান (৩৫)। তিনি ওই ইউনিয়নের কলাবাড়িয়া এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে এবং বারৈয়াঢালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যুবলীগ নেতা ফিরোজ খান রাজনৈতিক রোষানলের ভয়ে ৫ আগস্টের পর থেকে নিজ এলাকা ত্যাগ করে বোনের বাড়িতে থাকতেন। শুক্রবার সন্ধ্যায় ১৫-২০ জন দুষ্কৃতকারী তাঁর বোনের বাড়িতে গিয়ে তাঁকে ডাকাডাকি করলে তিনি ঘরের পেছনে আত্মগোপন করেন। পরে রাত ১টার দিকে তিনি ওই বাড়ি থেকে অন্যত্র চলে যাওয়ার চেষ্টাকালে তাঁকে ওত পেতে থাকা দুষ্কৃতকারীরা ধরে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চৌদ্দগ্রাম (কুমিল্লা) : কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল শনিবার সকালে রবি আজিয়াটা টাওয়ারের সিকিউরিটি গার্ড আবুল হাশেমকে (৬৫) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জানান, গতকাল শনিবার ভোরে পৌর এলাকার ফালগুনকরায় অবস্থিত রবি টাওয়ারে দায়িত্বরত একজন সিকিউরিটির লাশ হাত-পা ও মুখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে, শুক্রবার দিবাগত রাতের যেকোনো সময় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা সিকিউরিটি গার্ডকে হত্যা করেছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুরে মো. ইসরাফিল (২৫) নামের এক যুবককে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় ইউপি সদস্য ওবায়দুর রহমান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শুক্রবার রাত ১১টার দিকে ইসরাফিলের ফুফাতো ভাই মুছা ডেকে নিয়ে যায়। এর পর থেকে সে নিখোঁজ ছিল। শনিবার সকালে গ্রামের একটি মাঠে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। মরদেহের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>