<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণ-আন্দোলনের স্থিরচিত্র, বিগত সরকারের সময়কালের বিতর্কিত ও আন্দোলনের সময়কার খুনের ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতাসহ তাদের নানা অপকর্মের ছবি নিয়ে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে ফ্যাসিস্ট প্রদর্শনী। গত শনিবার সকাল ১১টায় এই প্রদর্শনী কার্যক্রম শুরু হয়। ময়মনসিংহ নগরীর প্রধান সড়ক নতুনবাজার মোড় থেকে গাঙ্গিনার পাড় মোড় পর্যন্ত এই আলোকচিত্র প্রদর্শনী চলে। প্রদর্শনী চলাকালে ফ্যাসিস্টবিরোধী গান ও কবিতা আবৃত্তি করা হয়। রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য প্রদান করেন। প্রধান সড়কের দুই পাশে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই কর্মসূচিতে বিএনপিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সমাবেশে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, বিএনপি নেতা এম এ হান্নান খান, শামীম আজাদ, মাহবুবুল আলম, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক দিদারুল আলম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আলম খসরু, কবি সালিম হাসান, কবি এহসান হাবীব প্রমুখ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সমাবেশে বক্তারা বলেন, বিগত দেড় দশক ধরে দেশে গণতন্ত্রহীনতা, অনিয়ম, লুটপাট, বিচারবহির্ভূত হত্যা, গুম-খুনসহ বাকস্বাধীনতা হরণের মাধ্যমে হাসিনা সরকার এক ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা কায়েম করে রেখেছিল। ময়মনসিংহও এর বাইরে ছিল না। শহীদ সাগরের খুনিরা এখনো ধরা পড়েনি। সমাবেশে আগামী দিনের ময়মনসিংহ নগরী গড়ে তোলার জন্য এবং ময়মনসিংহ নগরবাসীর সার্বিক উন্নয়নে ১০ দফা ঘোষণা করা হয়। দাবিগুলোর মধ্যে কয়েকটি হলো : শহীদ সাগরের হত্যাকারীদের গ্রেপ্তার করা, প্রশাসনে আওয়ামী দোসরদের অপসারণ নিশ্চিত করা, পরিবহনে চাঁদাবাজি বন্ধ এবং চাঁদাবাজদের আইনের আওতায় আনতে হবে।</span></span></span></span></span></p>