<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কুমিল্লায় বাল্যবিবাহের শিকার এক তরুণী ও প্রবাসে তার প্রেমিক আত্মহত্যা করেছেন। গত শনিবার সন্ধ্যায় কুমিল্লার লালমাই উপজেলার বেতুয়ায় এই ঘটনা ঘটে। আত্মহত্যা করা খাদিজা আক্তার উর্মি (১৬) কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন মাটিয়ারা গ্রামের জামাল হোসেনের মেয়ে ও চৌয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। গত ১৪ অক্টোবর লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের বেতুয়া (কৃষ্ণপুর) গ্রামের রংমিস্ত্রি আরিফুর রহমানের সঙ্গে প্রশাসনের অগোচরে তাঁর বিয়ে দেয় পরিবার। এদিকে আত্মহত্যা করা প্রেমিক ওমানপ্রবাসী সাফায়েত হোসেন (২২) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের জয়নগর গ্রামে। সাফায়াতের বাবা আবদুল খালেক বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমার ছেলেসহ দুটি জীবনের আলো নিভে গেছে। এর জন্য মেয়ের বাল্যবিবাহ দায়ী।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>