<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ময়লা-আর্বজনা ডাম্পিংয়ের নির্দিষ্ট কোনো স্থান না থাকায় পৌরসভার বর্জ্যে ভরছে নদীনালা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভা অফিসসংলগ্ন কাঠের সেতু পাশে আখালিয়া নদীতে পৌরসভার ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। একই অবস্থায় ভালুকজান সেতুর পূর্ব পাশেও। হাসপাতাল রোড আখালিয়া হেলথ সেন্টারসংলগ্ন খালের পাশেও দেখা যায় ময়লার স্তূপ। চান্দের বাজার মসজিদসংলগ্ন স্থান ময়লা-আবর্জনায় ভরপুর। নালার ওপর কাঠের সেতু দিয়ে প্রতিদিন শিক্ষার্থীসহ শত শত মানুষের যাতায়াত। ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ তারা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুনর রশিদ জানান, ডাম্পিং স্টেশন করার পরিকল্পনা বহুদিনের, কিন্তু জমি ও অর্থ সংকটের কারণে করা যাচ্ছে না।</span></span></span></span></span></p>