<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফসানা করিম রাচির নিহতের ঘটনায় সন্দেহভাজন অটোরিকশাচালক মো. আরজুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত রবিবার জিজ্ঞাসাবাদের পর দিবাগত রাত ২টার দিকে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এর আগে রবিবার তাকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গেরুয়া এলাকা থেকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে আসেন নিরাপত্তা কর্মকর্তারা। প্রক্টর কার্যালয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুর্ঘটনার সময় পথচারী মো. নাঈম এবং ঘাতক অটোরিকশার যাত্রী আবু হায়াত ও নাহিদ সন্দেহভাজন চালক আরজুকে শনাক্ত করেন। মল্লিক ব্রাদার্সের নির্মাণ শ্রমিক মো. নাহিদ ও মো. হায়াত বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা ওই সময় বিশ্ববিদ্যালয়ের টারজান এলাকা থেকে আটককৃত ওই রিকশায় উঠি। আমরা নিশ্চিত রিকশা এটাই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গত মঙ্গলবার দুর্ঘটনার পর অটোরিকশাটি মেরামত ও রং করে বিক্রির চেষ্টা করেন চালক আরজু।</span></span></span></span></span></p>