<p>জেলার কালাই বাসস্ট্যান্ডের উপজেলা স্মৃতিসৌধের সামনে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ন্যায্য মূল্যে আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কালাইয়ের উদ্যোগে এই কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান। এই উদ্যোগের আওতায় প্রতি কেজি আলুর মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং একজন সুবিধাভোগী সর্বোচ্চ পাঁচ কেজি আলু ক্রয় করতে পারবেন বলে জানানো হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কালাইয়ের সমন্বয়ক তানিম সরকার ও মেফতাদুর রহমান মাহির। স্থানীয়দের ভাষ্য, বর্তমান বাজারে আলুর দাম অনেক বেশি, যা কেনা সাধারণ মানুষের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছিল। কিন্তু এখানে ন্যায্য মূল্যে আলু পাওয়ায় তাদের মধ্যে অনেকটা স্বস্তি এসেছে। ছাত্র সমন্বয়ক তানিম সরকার বলেন, ‘আমরা ছাত্র প্রতিনিধিরা এখানে আলু বিক্রির দায়িত্ব পালন করছি।<br /> এতে করে মানুষ সহজেই কম দামে আলু পাচ্ছে।’</p>