<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শুক্রবারের ভোর। কুয়াশামুক্ত নীল আকাশ। সকালেই পূর্ব দিগন্তে সূর্যের উঁকি। মুহূর্তেই আলোতে ভরে যায় জনপদ। উত্তরের ঠাণ্ডা বাতাস তখনো বয়ে যায় থেমে থেমে। এরপর বাড়তে থাকে সূর্যের তেজ। দিনে সূর্যের কড়া তেজে মনে হবে না পঞ্চগড়ে শীত এসেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ জেলায় বর্তমানে শীতের আবহ থাকছে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। দিনে আবার উল্টো চিত্র। তবে ধীর পায়ে শীত জানান দিচ্ছে আগমনী বার্তা। হেমন্তেই কমে আসছে তাপমাত্রা। গত এক সপ্তাহের ব্যবধানে তাপমাত্রা কমেছে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ মৌসুমে গতকাল শুক্রবার পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এটি ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে আসছে উত্তরের এ জনপদে। রাতে চলছে কুয়াশা। হালকা কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। তবে সকালেই মেলে সূর্যের দেখা।</span></span></p>