অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মো. রাহুল উদ্দিন নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছেন বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা। গ্রেপ্তারকৃত চোরাকারবারি ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর থানার ভাগ্যপুর ৫ নম্বর গ্রামের গয়েস মিয়ার ছেলে। গতকাল মঙ্গলবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগের দিন সোমবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের ছেলে রাজু আহমেদের বাড়ি থেকে অভিযান চালিয়ে ওই ভারতীয়কে গ্রেপ্তার করা হয়।