<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শাহজাদপুর উপজেলার রাউতারা স্লুইস গেটের কাছে বড়াল নদে ডুবে যাওয়া একটি বালুবাহী নৌকা উদ্ধার করতে গিয়ে নিখোঁজ আব্দুল মজিদের (৩৮) লাশ উদ্ধার করেছে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরিদল। বাঘাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল ১১টায় ডুবে যাওয়া নৌকার সন্ধানে আব্দুল মজিদ বাঘাবাড়ী নৌবন্দর পশ্চিমের রাউতারা স্লুইস গেটের কাছে বড়াল নদে ডুব দিয়ে আর ওপরে উঠতে পারেননি। ঘটনার পরপরই এলাকাবাসী ও বাঘাবাড়ী স্টেশনের লোকজন অনেক চেষ্টা করে মজিদকে উদ্ধার করতে ব্যর্থ হয়। খবর পেয়ে সন্ধ্যায় রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থল পৌঁছানোর কিছুক্ষণ পর নদ থেকে নিখোঁজ মজিদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।</span></span></span></span></span></p>