তিস্তা অঞ্চলে দুই দিনের সমাবেশ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
তিস্তা অঞ্চলে দুই দিনের সমাবেশ করবে বিএনপি
ফাইল ছবি

তিস্তা নদীর পানির বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে দুই দিনের সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।

আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা নদী তীরবর্তী অঞ্চলে এই কর্মসূচি পালন করা হবে। এর উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ মঙ্গলবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানিয়েছেন।

কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করবেন রংপুর বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শায়রুল কবির খান কালের কণ্ঠকে জানান, উত্তরাঞ্চল খরা পিড়িত এলাকায় ১৯৩৭ সাল তিস্তা ব্যারেজ নির্মাণ পরিকল্পনা হয়। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৯ সালে বাংলাদেশ অংশে ব্যারেজ নির্মাণ শুরু করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ১৯৮৫ সালে সৌদি উন্নয়ন ও আইডিবির তহবিলে ১৯৯০ নির্মাণ শেষ হয়।

ওই বছরের ৫ আগস্ট ব্যারেজ চালু হয়। এতে উত্তরাঞ্চলের ৫ লাখ ৪০ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা পাওয়া যায়।

আসাদুল হাবিব দুলু কালের কণ্ঠকে বলেন, ‘ভারত উজানে ব্যারেজ নির্মাণ করার ফলে বাংলাদেশ আন্তর্জাতিক আইন অনুযায়ী পানির ন্যায্য হিস্যা পাচ্ছে না। এতে তিস্তা অঞ্চলে শুষ্ক মৌসুমে পানির অভাবে থাকে।

আর বর্ষা মৌসুমে তিস্তার দুই কূল ডুবে কৃষকের ক্ষতি হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা এটাকে বলছি লাগাতার জনসমাবেশ। কর্মসূচিতে সেমিনার, পদযাত্রা, আমাদের ওই অঞ্চলের হারিয়ে যাওয়া খেলাধুলা, জারিগান, সারি গান থাকবে। যেখানে তিস্তার জীবন কাহিনী ও ঘটনা উঠে আসবে। যা লালমনিরহাট, নীলফামারীসহ পাঁচ জেলার ১১ স্থানে অনুষ্ঠিত হবে।

মূল অনুষ্ঠান হবে তিস্তা ব্রিজ আর রেল সেতুর মাঝের যে চর সেখানে। যেখানে তাঁবু স্থাপন করা হবে।’

জানা গেছে, এই কর্মসূচির মাধ্যমে আগামী দিনে রাজনৈতিকভাবে ভারতকে চাপে রাখা যাবে মনে করেন বিএনপি। তারা বলছেন, চীনের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে ভারত চাপে থাকবে।

তবে বিএনপি এটাও মনে করছে, তিস্তা মহাপরিকল্পনায় যদি ভারত অর্থায়ন করে, তাহলে দুই দেশের মধ্যকার সম্পর্কেরও উন্নয়ন ঘটবে।

এর আগে ২০১৪ সালের ২২ এপ্রিল তৎকালীন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে তিস্তা অভিমুখে লং-মার্চ করেছিল। সেই সময় উত্তরা থেকে লং-মার্চ গাড়িবহর যাত্রা শুরু হয়। যাওয়ার পথে গাজীপুর কালিয়াকৈর, টাঙ্গাইল বাইপাস মোড়, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী পথসভা অনুষ্ঠিত হয়।

২২ এপ্রিল রাতে রংপুরে যাত্রাবিরতি করে, পরদিন রংপুরে সমাবেশ করা হয়। পরে নীলফামারীর ডালিয়া ব্যারেজ অভিমুখে লংমার্চের যাত্রা শুরু হয়। ডালিয়ায় সমাবেশের মধ্য দিয়ে দুই দিনের কর্মসূচি শেষ করে বিএনপি।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

‘বিএনপির বিরুদ্ধে দায় চাপানোর রাজনীতি শুরু হয়েছে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
‘বিএনপির বিরুদ্ধে দায় চাপানোর রাজনীতি শুরু হয়েছে’
ছবি : কালের কণ্ঠ

ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের সময় বিএনপির বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালানো হতো, এখনো সেই সংস্কৃতি দেখা যাচ্ছে। বিএনপির বিরুদ্ধে আবার সেই দায় চাপানোর রাজনীতি শুরু হয়েছে।’

বৃহস্পতিবার ধামরাইয়ে গামগুটিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।  

ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, ‘দেশের যেকোনো প্রান্তে যেকোনো কিছু ঘটলে তার জন্য বিএনপিকে দোষারোপ করা হচ্ছে।

পরাজিত শক্তির সঙ্গে কিছু সুবিধাদী দল এই ষড়যন্ত্র শুরু করেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

আরো পড়ুন
বাংলাদেশ থেকে ৩ ধরনের ফল আমদানি করবে চীন : প্রেসসচিব

বাংলাদেশ থেকে ৩ ধরনের ফল আমদানি করবে চীন : প্রেসসচিব

 

তিনি বলেন, ‘দেশ ও জাতি এক কঠিন সময় পার করছে। এ জন্য আমরা ধৈর্য ধরছি।

সবার সঙ্গে সহনশীল আচরণ করছি। এর মানে এই নয় যে কেউ অন্যায় করে আমাদের ওপর দায় চাপিয়ে দিলে তা মেনে নিতে হবে।’

তিনি বলেন, ‘দলের নাম ব্যবহার করে বা পতিত আওয়ামী লীগের কেউ যেন অসৎ বা উচ্ছৃঙ্খল কাজ না করতে পারে সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। কেউ অপকর্ম করলে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।

কাউকে ছাড় দেওয়া হবে না।’

স্থানীয় নেতা তৈমুর হোসেন তোলা মিয়ার সভাপতিত্ব এতে আরো বক্তব্য দেন দেওয়ান লোকমান হোসেন, এবাদুল হক জাহিদ, সুনীল সাহা, ইসমাইল হোসেন সুমন, আইয়ুব আলী, শরিফ, ইসমাইল হোসেন, আনিসুর রহমান, মুখলেছুর রহমান প্রমুখ।

প্রাসঙ্গিক
মন্তব্য

কোনো ষড়যন্ত্রই বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না : এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
কোনো ষড়যন্ত্রই বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না : এবি পার্টি
সংগৃহীত ছবি

আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন বলেছেন, ‘স্বৈরাচারমুক্ত বাংলাদেশে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি। এর ভেতরেই কতিপয় ষড়যন্ত্রকারী। আওয়ামী স্বৈরাচারের দোসররা, দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। একটি গোষ্ঠী অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তাদের মনে রাখা উচিত, কোনো ষড়যন্ত্রই বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না।’
 
বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর বিজয়নগর এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৯তম গণইফতার কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের জনসংযোগ কর্মকর্তা পুলিশ হেফাজতে

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের জনসংযোগ কর্মকর্তা পুলিশ হেফাজতে

 

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসাইন বলেন, ‘আপনি (শেখ হাসিনা) চট করে আসার স্বপ্ন বাদ দেন। একবার এসেই দেখেন, আপনাকে আপ্যায়ন করার জন্য বাংলার জনগণ প্রস্তুত রয়েছে।

ফ্যাসিবাদের যেকোনো ধরনের উত্থানকে জনসাধারণকে সঙ্গে নিয়ে আমরা প্রতিহত করব।’ 

তিনি আরো বলেন, ‘একজন নাগরিক হিসেবে আপনাদেরকে সবাইকে ট্যাক্স দিতে হয়। এই ট্যাক্সের টাকায় সরকারি কর্মচারীদের বেতন হয়, এখান থেকে সব ধরনের উন্নয়ন হয়, এই ট্যাক্সের টাকায় গোটা রাষ্ট্র চলে। অথচ এই সরকারি অফিসগুলোতে আপনাদের সঙ্গে ন্যূনতম ভালো ব্যবহার করে না।

এ জন্য আমরা এবি পার্টি একদল প্রতিশ্রুতিবদ্ধ যুবককে সঙ্গে নিয়ে জাতিকে পরিবর্তন করার মিশনে নেমেছি।’

মাহফিলে আরো উপস্থিত ছিলেন এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্যসচিব বারকাজ নাসির আহমদ, এবি পার্টির স্বেচ্ছাসেবা ও জনকল্যাণ বিষয়ক সহ-সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ, নারী উন্নয়ন বিষয়ক সহসম্পাদক শাহিনুর আক্তার শিলা, সহ-দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু প্রমুখ।

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্বর্তী সরকারকে ফারুক

আপনাদের নিয়ে সমালোচনা হবে কিন্তু মনোবল হারাবেন না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আপনাদের নিয়ে সমালোচনা হবে কিন্তু মনোবল হারাবেন না
ফাইল ছবি

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেছেন, ‘হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্রয়ে থেকে ড. ইউনূস সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছেন। তাই আপনাদের নিয়ে আলোচনা-সমালোচনা হবে, কিন্তু আপনাদের কাছে অনুরোধ মনোবল হারাবেন না।’ 

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে ‘বর্তমান প্রেক্ষাপট, সাংবিধানিক অধিকার ও গ্রহণযোগ্য নির্বাচন’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ প্রজন্ম ’৭১ নামের সংগঠন।

আরো পড়ুন
ছাত্রদল নেতার বিরুদ্ধে ছাত্রলীগ নেত্রীকে ধর্ষণচেষ্টার মামলা!

ছাত্রদল নেতার বিরুদ্ধে ছাত্রলীগ নেত্রীকে ধর্ষণচেষ্টার মামলা!

 

প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আমরা আপনাদের (সরকারকে) সমর্থন দিচ্ছি এবং দিয়ে যাব। তারেক রহমান স্পষ্টভাবে বলে দিয়েছেন, আপনারা হারলে বাংলাদেশ হেরে যাবে। জাতীয়তাবাদী শক্তি হেরে যাবে। আপনাদের আশপাশের কিছু লোক আপনাদের নিরাশ করার পরিকল্পনা করছে।

এদের সতর্ক করে দেন অথবা বের করে দেন, নির্বাচন বানচাল করার যারা ষড়যন্ত্র করছে।’ 

তিনি বলেন, ‘আমাদের ঐক্য থাকতে হবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে। অবিচার যারা করেছেন, তারা নির্মমভাবে ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছেন। আওয়ামী লীগ হচ্ছে তার উদাহরণ।

হাসিনা বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্ত করেছিলেন, ছাত্র-জনতার আন্দোলনে তার পতন হয়েছে।’

সভায় আরো উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুল ইসলাম রিপন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ।

প্রাসঙ্গিক
মন্তব্য

ফরিদপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি
শেয়ার
ফরিদপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
ছবি : কালের কণ্ঠ

ফরিদপুরের আলফাডাঙ্গায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ্ আল মিলনকে (২৭) বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার (২০ মার্চ) এ তথ্য জানানো হয়।  

বহিষ্কৃত আব্দুল্লাহ আল মিলন আলফাডাঙ্গা পৌর এলাকার কলেজ রোডের মো. আরফিন মোল্যার ছেলে।


প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিলনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বৃহস্পতিবার (২০ মার্চ) এ সিদ্ধান্ত অনুমোদন করেন। সেই সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সাথে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসাইন অনু বলেন, ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে আলফাডাঙ্গা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনকে বহিষ্কারের বিষয়টি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত একটি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পেরেছি।’

এর আগে আলফাডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল্লাহ আল মিলন (২৬) ও তার দুই সহযোগীর নামে থানায় মামলা হয়।

মামলার পর থেকে অভিযুক্ত ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিলন পলাতক ছিলেন। গত ১৭ মার্চ রাতে আব্দুল্লাহ আল মিলনকে গাজীপুর জেলার জয়দেবপুর হোতাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ