চলতি আমন মৌসুমের আড়াই মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও কুমিল্লার ১৭ উপজেলার ১৪ খাদ্যগুদামে এক ছটাক ধানও সংগ্রহ করতে পারেনি জেলা খাদ্য বিভাগ। ধান সংগ্রহের আরো প্রায় এক মাস সময় হাতে থাকলেও লক্ষ্যমাত্রা পূরণ তো দূরের কথা, আংশিক পূরণ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ধান-চাল সংগ্রহের সঙ্গে জড়িতরা বলছেন, এবারের ভয়াবহ বন্যায় কুমিল্লায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে একদিকে কৃষকদের আমনের কাঙ্ক্ষিত ফলন ঘরে তুলতে না পারা, অন্যদিকে সরকার নির্ধারিত মূল্য থেকে খোলাবাজারে ধানের দাম বেশি হওয়ায় কৃষকদের সরকারের কাছে ধান বিক্রিতে অনীহা, যার কারণে এখনো কুমিল্লায় ধান সংগ্রহ শূন্যের কোঠায়।
কুমিল্লায় ১৪ খাদ্যগুদাম
আড়াই মাসে ছটাক ধানও সংগ্রহ হয়নি
- ♦ ২ হাজার ৮৩৪ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ♦ গুদামে চাল জমা হয়েছে মাত্র ৮ হাজার ৩৬ মেট্রিক টন
জাহিদ পাটোয়ারী, কুমিল্লা (দক্ষিণ)

সূত্র মতে, এই মৌসুমে জেলায় সরকারিভাবে দুই হাজার ৮৩৪ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। গত বছরের ১৭ নভেম্বর থেকে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এখন পর্যন্ত এক গ্রাম ধানও সংগ্রহ করা সম্ভব হয়নি।
একই সময়ের মধ্যে ১২ হাজার ৩৬ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। সেই অনুসারে কুমিল্লার ৮৪টি মিলের মধ্যে ৬৫টি মিলের সঙ্গে ১০ হাজার ৭৩৭ মেট্রিক টন চাল সংগ্রহের জন্য চুক্তি করে জেলা খাদ্য বিভাগ। গত বৃহস্পতিবার পর্যন্ত সরকারি গুদামে চাল জমা হয়েছে মাত্র আট হাজার ৩৬ মেট্রিক টন। তবে ধান সংগ্রহ না হলেও চালের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশাবাদী খাদ্য বিভাগ।
এদিকে রাইস মিল মালিকরা বলছেন, ২০২৪ সালের আগস্টে কুমিল্লাসহ সারা দেশে ভয়াবহ বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে কৃষকরা ধান উৎপাদনে ব্যাপক ক্ষতির মুখোমুখি হয়েছেন, যার কারণে বাজারে ধানসংকট দেখা দিয়েছে। ফলে বাধ্য হয়ে বেশি মূল্যে ধান সংগ্রহ করতে হচ্ছে তাঁদের। সংগৃহীত ধান থেকে গাড়িভাড়া, শ্রমিক খরচ, বিদ্যুৎ বিলসহ প্রতি কেজি চাল উৎপাদনে খরচ হচ্ছে সরকার নির্ধারিত মূল্য থেকে পাঁচ টাকা বেশি। এর পরও বাধ্য হয়ে লোকসান দিয়ে সরকারি গুদামে চাল দিতে হচ্ছে আমাদের।
কুমিল্লা জেলা রাইস মিল সমিতির সভাপতি আবু ইউসুফ বাচ্চু কালের কণ্ঠকে বলেন, ‘ধানসংকটে এরই মধ্যে কুমিল্লায় অনেক মিল বন্ধ হয়ে গেছে। মিলারদের কাছ থেকে চাল সংগ্রহের জন্য সরকার যে দাম নির্ধারণ করেছে, এটি উৎপাদন খরচের সঙ্গে মেলে না। আমাদের এক কেজি চাল উৎপাদনে খরচ পড়ছে ৫২ টাকা। কিন্তু সরকার দাম নির্ধারণ করেছে ৪৭ টাকা। এই দামে গুদামে চাল দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তার পরও জামানত ফেরতের আশায় চাল দিতে হচ্ছে মিল মালিকদের।’
জেলা কৃষি সম্প্রসারণ সূত্র জানায়, এ বছর জেলায় আমন ধান আবাদ করা জমির পরিমাণ ছিল এক লাখ ৩৫ হাজার ২৩৮ হেক্টর। বন্যার কারণে ৪৯ হাজার ৬০৮ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলায় চার লাখ ৩৫ হাজার ৬৯৪ জন কৃষক রয়েছেন। বন্যা-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রণোদনা হিসেবে ধানবীজ, ধানের চারা এবং সার প্রদান করা হয়। এবার কুমিল্লায় আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় তিন লাখ ৪১ হাজার ৯৫৭ মেট্রিক টন, কিন্তু অর্জিত হয়েছে মাত্র এক লাখ ৮৮ হাজার ৭৫০ মেট্রিক টন ধান।
মুরাদনগরের নগরপাড় গ্রামের কৃষক আবদুল খালেক কালের কণ্ঠকে বলেন, ‘সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি করতে গেলে নানা ধরনের ঝামেলা পোহাতে হয়। তাই আমরা স্থানীয় বাজার ও বাড়ি থেকে ধান বিক্রি করে দিই।’
সরকার নির্ধারিত ধান সংগ্রহের কোনো সম্ভাবনা নেই উল্লেখ করে কুমিল্লা জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুন্ডু কালের কণ্ঠকে বলেন, সরকার এ মৌসুমে প্রতি কেজি ধানের দাম নির্ধারণ করেছে ৩৩ টাকা। খোলাবাজারে প্রতি কেজি ধান বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত মূল্যের দু-তিন টাকা বেশি দরে। ফলে কৃষকরা সরকারের কাছে ধান বিক্রি না করে স্থানীয় হাটবাজারে তাঁদের উৎপাদিত ধান বিক্রি করছেন।
সম্পর্কিত খবর

মান্দার জমিদারবাড়িতে ইফতার মাহফিল
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রতিবছরের মতো এবারও নওগাঁর ঠাকুর মান্দার জমিদার অমিত রায় (ইসলাম ধর্ম গ্রহণের পর নাম নেন মাহবুব ইসলাম) উত্তরসূরি অশোক রায়ের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গত রবিবার ঠাকুর মান্দার জমিদারবাড়িতে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম, মাহবুব ইসলামের ছেলে অশোক রায় বাপ্পি, দেবাশীষ রায় প্রমুখ।
।

নবজাতক উদ্ধার
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় এক জীবিত নবজাতক (কন্যাশিশু) উদ্ধার হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় সদর উপজেলা জামালপুর মহেশালী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করান। স্থানীয় লোকজন জানায়, ভুট্টাক্ষেতের পাশের মরিচক্ষেতে কাজ করছিলেন এক নারী শ্রমিক।

সংক্ষিপ্ত
সোয়া কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সীমান্তে পৃথক দুটি অভিযানে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল সোমবার দুপুরে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ কালের কণ্ঠকে এ তথ্য জানান। অন্যদিকে, সোমবার ভোরে কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী হাই স্কুলসংলগ্ন এলাকা থেকে ভারতীয় ১৭ হাজার ৯৭০ পিস বিভিন্ন প্রকার বাজি, ৫৮০ পিস শাড়ি, ১৩৫ পিস কাশ্মীরি শাল, ৫৭ পিস শার্ট, ৩৯৬ পিস গেঞ্জি এবং একটি মিনি ট্রাক জব্দ করা হয়।
।

প্রবাসে থাকা আসামিদের জামিন, কারাগারে ৪
লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে একটি মারামারি মামলায় আদালতে ভুয়া ব্যক্তিদের দাঁড় করিয়ে প্রবাসে থাকা আসামিদের জামিন নেওয়ার ঘটনায় জড়িত আইনজীবী সহকারীসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল সদর আদালতের বিচারক আবু সুফিয়ান মো. নোমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন আইনজীবী সহকারী আবুল কাসেম, জামিনের তদবিরকারক আনোয়ার হোসেন, জামিনপ্রাপ্ত ভুয়া আসামি সাইফুল ও ফরহাদ।
২০২৪ সালের ১৯ মে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রামগঞ্জ থানার এসআই মনিরুজ্জামান আদালতে চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।