হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিভিন্ন হাওরে প্রতিদিনই মাছ লুটপাটের ঘটনা ঘটছে। পলো দিয়ে হাজার হাজার লোক জলমহাল থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছে। এতে জলমহাল ব্যবসায়ীরা সর্বস্বান্ত হয়ে পড়ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলায় ১৫৭টি বড় জলমহাল রয়েছে।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিভিন্ন হাওরে প্রতিদিনই মাছ লুটপাটের ঘটনা ঘটছে। পলো দিয়ে হাজার হাজার লোক জলমহাল থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছে। এতে জলমহাল ব্যবসায়ীরা সর্বস্বান্ত হয়ে পড়ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলায় ১৫৭টি বড় জলমহাল রয়েছে।
ইজারাগ্রহীতা সমিতি জলমহাল ইজারা নিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়। এখন মৎস্য আহরণের মূল মৌসুম। কিন্তু এবার জলমহাল ইজারা থাকার পরও লোকজন পলো দিয়ে মাছ শিকার করে নিচ্ছে। শনিবার সারা দিন বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাঠখাল গ্রামে অবস্থিত চাপবিলে কয়েক হাজার লোক পলো দিয়ে মাছ লুটপাট করে।
বানিয়াচং উপজেলার বৈশাখী মৎস্যজীবী সমবায় সমিতির সম্পাদক আবু মিয়া বলেন, ‘অনেক টাকা বিনিয়োগ করে মাছ শিকারের সময় লুটপাটের ঘটনায় আমরা সর্বস্বান্ত হয়ে পড়েছি। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
বাঁধন মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক শ্রীনন্দ সরকার বলেন, ‘জলমহাল লুটপাট হলে মৎস্যজীবী সম্প্রদায় বেকার হয়ে যাবে।
হবিগঞ্জের আরডিসি রণজিৎ কুমার দাস বলেন, ‘বিভিন্ন জলমহালে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’
সম্পর্কিত খবর
চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চট্টেশ্বরী মোড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের ঘটনায় চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীসহ ৭৬ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ ছাড়া মামলায় আরো ৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। বুধবার রাতে চট্টগ্রামের চকবাজার থানায় মামলাটি করেছেন উপপরিদর্শক এনামুল হক। গত ২৫ মার্চ সন্ধ্যায় চট্টেশ্বরী মোড় এলাকায় মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ভোলার তজুমদ্দিন উপজেলায় সাতটি দেশি আগ্নেয়াস্ত্র, চারটি রকেট ফ্লেয়ার ও চার রাউন্ড গুলিসহ পাঁচ জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ এই তথ্য নিশ্চিত করেন। এর আগে গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চর মোজাম্মেল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন মো. হারুন দফাদার (৫০), মো. রুবেল (২৬), মো. কবির মাঝি (৪৭), মো. ইউনুস (৩৬) ও মো. ফেরদৌস ওরফে হেজু (৪০)।
ঢাকার দোহারে নানাবাড়িতে বেড়াতে এসে রাইসা (৮) ও সামিয়া (৮) নামের দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। তারা আপন খালাতো বোন। গতকাল বৃহস্পতিবার দুপুরে দোহার খালপার এলাকায় ঘটনাটি ঘটে। রাইসা উপজেলার ঘাড়মোড়া এলাকার মুকসেদের মেয়ে ও সামিয়া নারিশা পশ্চিমচর লঞ্চঘাট এলাকার সামসুল হক বেপারীর মেয়ে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা তীরবর্তী চর-আলাতুলী, শাজাহানপুর ও দেবীনগর ইউনিয়নের নদীভাঙন রোধ করতে চর-আলাতুলীর রানীনগর এলাকার বালুমহাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন বাসিন্দারা। ভাঙন থেকে এলাকা রক্ষায় মহলটি ফের ইজারা না দেওয়ারও দাবি জানিয়েছেন।
গতকাল দুপুর সোয়া ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ওই তিন ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।