সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ভারতীয় খাসিয়ারা ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে। এতে সীমান্তে বেড়েছে হত্যা। শেষ দুই মাসে হত্যার শিকার হয়েছে পাঁচ বাংলাদেশি। যেখানে ২০২৪ সালের ১২ মাসে সে সংখ্যা ছিল আটজন।
সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ভারতীয় খাসিয়ারা ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে। এতে সীমান্তে বেড়েছে হত্যা। শেষ দুই মাসে হত্যার শিকার হয়েছে পাঁচ বাংলাদেশি। যেখানে ২০২৪ সালের ১২ মাসে সে সংখ্যা ছিল আটজন।
জানা গেছে, শাহেদের মতো গত দুই মাসে আরো চারজন প্রাণ হারিয়েছেন সীমান্তে। গত ২১ ফেব্রুয়ারি নেত্রকোনা-সুনামগঞ্জ সীমান্তের বাউসারী ও কামাউরা এলাকা থেকে রাজিব সরকার নামে এক যুবকের পরিত্যক্ত লাশ উদ্ধার করা হয়। চোরাচালানের দ্বন্দ্বে তিনি খুন হন বলে ধারণা করা হয়।
এর আগে ৮ জানুয়ারি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের মাছিমপুর সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে নিহত হন সাইদুল ইসলাম (২৩)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের গামারিতলা গ্রামের জয়নুল আবেদীনের ছেলে।
এসব ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে, বেশির ভাগ ঘটনার পেছনে চোরাচালানের সম্পৃক্ততা রয়েছে। চোরাচালান বৃদ্ধির সঙ্গে সঙ্গে আধিপত্যের দ্বন্দ্ব বাড়ছে। আর সেখান থেকেই বাড়ছে হামলা, খুনের ঘটনা। ওপারে খাসিয়াদের শক্ত চোরাচালান নেটওয়ার্ক গড়ে ওঠায় তাদের হাতেই প্রাণ যাচ্ছে বেশি। উভয় দেশকে বিষয়টিকে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, ‘পরিসংখ্যানে চোখ রাখলেই বোঝা যায় পরিস্থিতি কত দ্রুত অবনতি হচ্ছে। যেখানে ২০২৪ সালে ১২ মাসে আটজন নিহত হয়েছেন, সেখানে গত দুই মাসে প্রাণ দিয়েছেন পাঁচজন। জীবন রক্ষায় এ বিষয়ে দুই দেশেরই নজর দেওয়া দরকার।’ তিনি আরো বলেন, ‘মাদক ছাড়া যেসব পণ্য আমদানি বা রপ্তানি হচ্ছে সেগুলো তো প্রয়োজনীয় দ্রব্য। আমদানি সহজ করে দিলে এসব প্রাণহানিও কমবে, পাশাপশি সরকারও রাজস্ব পাবে।’
সম্পর্কিত খবর
চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে পরীক্ষামূলক ফেরি সার্ভিসের দ্বিতীয় দিন বৃহস্পতিবার বাসযাত্রী হয়ে বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপে পৌঁছল ৪১ জন যাত্রী। এই প্রথম দেশের মূল ভূখণ্ড থেকে যাত্রী নিয়ে কোনো বাস বিচ্ছিন্ন সন্দ্বীপে পৌঁছল। বিকেল ৩টায় সন্দ্বীপের এনাম নাহার মোড়ে যাত্রী নিয়ে পৌঁছে লুসাই পরিবহনের বাসটি। চট্টগ্রাম শহরের হালিশহর বিডিআর মাঠ থেকে সকাল ১১টা ৪০ মিনিটে ছেড়ে যায় এটি এবং বাঁশবাড়িয়া ফেরি ঘাটে গিয়ে পৌঁছে ১২টা ৪৫ মিনিটে।
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। গত বুধবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করেন তাঁরা। মিছিলটি ছাত্রী হল হয়ে সমাজবিজ্ঞান অনুষদের সামনে দিয়ে শহীদ মিনার এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।
প্রাইমেট বা বানর গোত্রীয় প্রাণীদের পরিচিতি, তাদের বাসস্থান ও সংরক্ষণের বিষয়ে সচেতনতা বাড়াতে ‘মানুষ ও সংস্কৃতি’, দুয়ে মিলে বাঁচাবে আমাদের প্রকৃতি প্রতিপাদ্য নিয়ে ‘প্রাইমেট ফেয়ার-২০২৫’ শীর্ষক মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন বাঘমারা বিটের ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ মেলায় চা-বাগানের শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। মেলায় বায়োস্কোপের মাধ্যমে শিশু-কিশোরদের বানর গোত্রীয় প্রাণীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
লক্ষ্মীপুরে মাদকদ্রব্য বিক্রির প্রতিবাদ করায় স্কুলছাত্রসহ ১০ তরুণ-যুবকের নামে মিথ্যা মামলা করার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী আবুল কালাম জহিরের বিরুদ্ধে। ছয়টি মাদক মামলার আসামি পুলিশের তালিকাভুক্ত এই মাদক ব্যবসায়ী সদর উপজেলার লতিফপুর গ্রামের অধিবাসী। লতিফপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ, জহির কয়েক বছর ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছেন। জহিরকে একাধিকবার স্থানীয় লোকজন সাবধান করে মাদক ব্যবসা ছাড়তে বলে।