খুলনায় ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাত সকাল ৮টায় সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে। আসন্ন পবিত্র ঈদুল ফিতর যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল সোমবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় জানানো হয়, প্রধান জামাতের পর খুলনা টাউন জামে মসজিদে সকাল ৯টা এবং সকাল ১০টায় ঈদের দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে সে ক্ষেত্রে প্রধান জামাত সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত না হয়ে খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং খুলনা জেলা মডেল মসজিদ ও কালেক্টরেট জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।