প্রাইমেট বা বানর গোত্রীয় প্রাণীদের পরিচিতি, তাদের বাসস্থান ও সংরক্ষণের বিষয়ে সচেতনতা বাড়াতে ‘মানুষ ও সংস্কৃতি’, দুয়ে মিলে বাঁচাবে আমাদের প্রকৃতি প্রতিপাদ্য নিয়ে ‘প্রাইমেট ফেয়ার-২০২৫’ শীর্ষক মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন বাঘমারা বিটের ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ মেলায় চা-বাগানের শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। মেলায় বায়োস্কোপের মাধ্যমে শিশু-কিশোরদের বানর গোত্রীয় প্রাণীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
মেলায় উপস্থিত ছিলেন প্রাইমেট ফেয়ারের মূল পরিকল্পনাকারী এবং আহ্বায়ক বন্যপ্রাণী গবেষক মার্জান মারিয়া, বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগের প্রতিষ্ঠাতা মাহফুজ আহমেদ রাসেল প্রমুখ।