গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গাজী গোলাম মোস্তফার বাড়িতে ৩৪ লাখ ১০ হাজার ৫১৯ টাকার তিনটি সরকারি প্রকল্পের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রকল্পগুলো হলো ৩১ লাখ ১০ হাজার ৫১৯ টাকা ব্যয়ে পানির লবণাক্ত দূরীকরণ প্লান্ট, দুই লাখ টাকার স্ট্রিট লাইট ও লক্ষাধিক টাকার একটি ঘাটলা। গত সোমবার (১৭ মার্চ) টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা মধ্যপাড়া গ্রামে গাজীবাড়ি জামে মসজিদের বরাদ্দকৃত সরকারি পাঁচ লাখ টাকাসহ এয়ারকন্ডিশনার (এসি), সোলার প্যানেল ও অন্যান্য সরঞ্জামাদি আত্মসাতের অভিযোগ বিষয়ে দুদক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার বাড়িতে অভিযান চালিয়ে সেখানে সরকারি চারটি স্ট্রিট লাইট, পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্পের রিভার্স অসমোসিস (অরও) প্লান্ট ও একটি ঘাটলার সন্ধান পান টিমের সদস্যরা।