বিলুপ্ত প্রজাতির দুটি বনবিড়ালের বাচ্চা নাটোরের বাগাতিপাড়ার হাটদৌল এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে গতকাল সোমবার দুপুরে উদ্ধার করেছে স্থানীয় লোকজন। পরে এটি বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) সদস্য সংগঠন সবুজ বাংলার মাধ্যমে রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়। বিবিসিএফের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফজলে রাব্বী বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে দেশব্যাপী কাজ চলছে। এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বন্যপ্রাণীর ইতিবাচক দিক ও বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।