ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সড়কে চলাচলরত সিএনজিচালিত অটোরিকশাগুলো যাত্রীদের কাছ থেকে ইচ্ছামতো মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করছে বলে যাত্রীরা অভিযোগ করেছে।
যাত্রীদের অভিযোগ, নবীনগর সদর থেকে রাধিকা পর্যন্ত ১৮ কিলোমিটার ও রাধিকা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর পর্যন্ত ছয় কিলোমিটার অর্থাৎ মোট ২৪ কিলোমিটার দীর্ঘ এ সড়কে সিএনজিচালিত অটোচালকরা ভাড়া আদায় করছে ১২০ টাকা। অন্যদিকে পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর সড়কে নবীনগর থেকে ফেরিঘাট পর্যন্ত ৩৬ কিলোমিটার দীর্ঘ পাকা সড়কে সিএনজি ভাড়া নিচ্ছে জনপ্রতি ২০০ টাকা।
অনলাইন অ্যাক্টিভিস্ট ওবায়দুর রহমান ও জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা মনে করি, ২৪ কিলোমিটার রাধিকা সড়কের ভাড়া সর্বোচ্চ ৭০ টাকা আর ৩৬ কিলোমিটার বাঞ্ছারামপুর সড়কের ভাড়া সর্বোচ্চ ১২০ টাকা হওয়া উচিত।