বরিশালের বানারীপাড়ায় মাগরিবের নামাজ পড়া অবস্থায় তহমিনা বেগম (৫০) নামের এক নারীর গলায় ছুরি ধরে স্বর্ণালংকার লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাইশারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গরদ্দার গ্রামের আ. সত্তার মোল্লার বসতঘরে এই ডাকাতির ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুখোশ পরা তিন ডাকাত বসতঘরে (টিনশেড বিল্ডিং) ঢুকে আ. সত্তার মোল্লার স্ত্রী তহমিনা বেগমকে হত্যার ভয় দেখিয়ে সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়। ওই সময় গৃহকর্তা আ. সত্তার মোল্লা মসজিদে মাগরিবের নামাজ পড়তে গিয়েছিলেন।