অনুদানের ছবির ভবিষ্যৎ কী?
১২ জুন এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২৩-২৪ অর্থ বছরে সরকারি অনুদান পাওয়া চলচ্চিত্রের তালিকা প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এবার ২০টি চলচ্চিত্রের মধ্যে ১৬টি চলচ্চিত্র পেয়েছে ৭৫ লাখ টাকা করে, বাকি চারটি চলচ্চিত্রকে দেওয়া হয়েছে ৫০ লাখ টাকা করে। এই চারটির দুটি শিশুতোষ ও দুটি প্রামাণ্যচিত্র। গত মাসের শুরুতে প্রযোজকরা অনুদানের প্রথম কিস্তির চেক হাতে পেয়েছেন। তবে এখনো কেউ শুরু করেননি শুটিং। দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের কারণে নির্মাতাদের বেশির ভাগই আছেন দ্বিধা-দ্বন্দ্বে। অনুদান বাতিল হবে না তো! নির্মাতাদের সঙ্গে কথা বলে লিখেছেন সুদীপ কুমার দীপ
সম্পর্কিত খবর